Virat Kohli

India vs South Africa 2021-22: কোহলীদের বিরুদ্ধে ২১ জনের বিশাল বাহিনী নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা

মোট ২১ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ দু’ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ১৬:১৩
Share:

কারা খেলবেন কোহলীদের বিরুদ্ধে ফাইল চিত্র।

বিরাট কোহলীদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের জন্য বিশাল দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। মোট ২১ জনের দল ঘোষণা করেছে তারা। ডিন এলগারের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ দু’ জন।

Advertisement

জোরে বোলার সিসান্ডা মাগালা এবং উইকেটরক্ষক রায়ান রিকলটন এই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন। ২০১৯ সালে শেষ টেস্ট খেলা জোরে বোলার ডুয়ান অলিভিয়েরও দলে ফিরেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রামে থাকার পরে দুই জোরে বোলার কাগিসো রাবাডা এবং আনরিখ নোখিয়াও দলে ফিরেছেন।

গ্রাফিক: সনৎ সিংহ।

বেশি পরীক্ষা-নিরিক্ষা বা ঝুঁকির রাস্তায় যায়নি দক্ষিণ আফ্রিকা। দল নির্বাচনের পরে তারা সেটা জানিয়েও দিয়েছে। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার বোর্ড জানিয়েছে, ‘এই বছর জুন মাসে দক্ষিণ আফ্রিকার যে দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল, মোটামুটি সেই দলই ধরে রাখা হয়েছে। দলে নতুন তিনজনকে নেওয়া হয়েছে।’

Advertisement

পুরো দল: ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), কাগিসো রাবাডা, সারেল আরউয়ি, বেউরান হেনড্রিক্স, জর্জ লিনডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মারক্রাম, উইয়ান মালডার, আনরিখ নোখিয়া, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরায়নি, মার্কো জানসেন, গ্লেনটন স্টারম্যান, প্রেনিলান সুব্রায়েন, সিসান্ডা মাগালা, রায়ান রিকলটন, ডুয়ান অলিভিয়ের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement