India vs South Africa

তিন দিনেই ভরাডুবি! ১০ জনে ব্যাট করেও প্রথম টেস্টে ভারতকে ইনিংসে হারাল দক্ষিণ আফ্রিকা

প্রথম টেস্টে ইনিংসে হার ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় হার রোহিত শর্মাদের। একের পর এক ব্যাটার এলেন এবং আত্মসমর্পণ করলেন বাঁহাতি পেসারদের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:৩১
Share:

হতাশ রোহিত শর্মা। ছবি: রয়টার্স।

বছরের পর বছর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে আসে। কিন্তু ছবিটা বদলায় না। এ বারেও সিরিজ় জেতা হচ্ছে না রোহিত শর্মাদের। প্রথম টেস্টে সেঞ্চুরিয়ানে ব্যাটিং ব্যর্থতায় শেষ ভারত। ৩২ রান এবং ইনিংসে হারলেন রোহিতেরা। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করতে পারেননি টেম্বা বাভুমা। তাতেও ভারতের হার আটকায়নি।

Advertisement

টেস্টের প্রথম দিনেই ফিল্ডিং করতে নেমে পায়ে টান লেগেছিল অধিনায়ক বাভুমার। তিনি আর মাঠে নামতে পারেননি। ব্যাটও করেননি। তার পরেও দক্ষিণ আফ্রিকা একটি মাত্র ইনিংস ব্যাট করেই ম্যাচ জিতে নিল।

প্রথম ইনিংসে ব্যাট করে ভারত তুলেছিল ২৪৫ রান। সেই ইনিংসে লোকেশ রাহুল ১০১ রানের ইনিংস না খেললে আরও কম রানে শেষ হয়ে যেত ভারত। সেই ইনিংসে রোহিত, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলেরা দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলাতে ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় ইনিংসেও তফাত কিছু হল না। প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন যশস্বী। উইকেটরক্ষক কাইল ভেরেইনে সেই ক্যাচ ফেলে দেন। এ ছাড়াও আরও তিনটি ক্যাচ ফেলেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডারেরা। না হলে বৃহস্পতিবার হয়তো আরও আগে শেষ হয়ে যেত ভারত।

Advertisement

প্রথম ইনিংসে কাগিসো রাবাডা ৫ উইকেট নিয়েছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে নান্দ্রে বার্গার নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন মার্কো জানসেন। দুই বাঁহাতি পেসার বুঝিয়ে দিলেন ভারতের ব্যাটারদের খামতি কোথায়। দক্ষিণ আফ্রিকার পিচে খেলতে হলে বাউন্স এবং সুইং দুটোই সামলাতে হয়। ভারতীয় ব্যাটারেরা সেটাই পারলেন না। এর মাঝেই বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে ৮২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ১২টি চার এবং একটি ছক্কা মারেন বিরাট। এক দিনের ক্রিকেটের মেজাজে ছিলেন তিনি। বুঝিয়ে দিচ্ছিলেন পাল্টা মারের পথ নিলে বার্গারদের সামলানো সম্ভব, কিন্তু পুরো টেস্ট সে ভাবে খেলা সম্ভব নয়। দ্বিতীয় টেস্টের আগে ভারতকে রাবাডাদের সামলানোর উপায় বার করতে হবে।

শুধু ব্যাটারেরা নন, এই হারের দায় নিতে হবে প্রসিদ্ধ কৃষ্ণদেরও। ভারতীয় পেসারদের মধ্যে যশপ্রীত বুমরা ছাড়া বাকি কোনও বোলারকে সামলাতে বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। জীবনের শেষ টেস্ট সিরিজ় খেলতে নেমে ১৮৫ রান করে ম্যাচের সেরা হওয়া ডিন এলগার শুধু বুমরার ওভারগুলি দেখে খেলছিলেন। ভারতের বাকি বোলিংয়ের হাল বোঝাতে জানসেনের করা ৮৪ রানের ইনিংস যথেষ্ট।

এই সিরিজ়ে মহম্মদ শামি নেই। লাল বলের ক্রিকেটে তাঁর না থাকা যে কত বড় ক্ষতি তা হাড়ে হাড়ে টের পেল ভারত। শার্দূল ঠাকুর এবং প্রসিদ্ধ মিলে দিলেন ১৯৪ রান। একটি করে উইকেট নেন তাঁরা। মহম্মদ সিরাজ ৯১ রান দিয়ে নিলেন ২ উইকেট। বুমরা সেখানে ৪ উইকেট তুলে নিলেন ৬৯ রান দিয়ে। পেস সহায়ক পিচে বল করেও রবিচন্দ্রন অশ্বিন ৪১ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। তাঁর বলে দু'টি ক্যাচ ফেলেন শুভমন গিল। না হলে অশ্বিনের উইকেট সংখ্যা আরও বাড়তে পারত।

দক্ষিণ আফ্রিকায় দু'টি টেস্টের সিরিজ় খেলতে এসেছে ভারত। কেপ টাউনে পরের বছর ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা টেস্ট জিতলেও সিরিজ় জিততে পারবেন না রোহিতেরা। লক্ষ্য এখন সিরিজ় বাঁচানোর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement