সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল ছবি।
ধারাভাষ্যকার হিসাবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট বিশ্বকাপ ফাইনাল সামনে থেকে দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ প্রাক্তন অধিনায়ক। ভারতীয় দলের হাল ফেরাতে বিশেষ এক ক্রিকেটারকে টেস্ট দলে চান তিনি।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শেষ হওয়ার পর সৌরভ পরিসংখ্যান তুলে ধরে বিদেশের মাঠে বিরাট কোহলি, রোহিত শর্মাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেছিলেন রাহুল দ্রাবিড়কে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকার সময় সৌরভই প্রাক্তন সতীর্থকে ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত করেছিলেন। সম্ভবত সে কারণেই ওভালে দ্রাবিড়ে কাছে জবাব চেয়েছিলেন সৌরভ। তবে ভারতীয় দলের হাল ফেরাতে এক জনকে টেস্ট দেখতে চান সৌরভ। নিজেকে টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে রাখা হার্দিক পাণ্ড্যকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
সৌরভ মনে করেন, বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে ভারতীয় দলের ভারসাম্য বৃদ্ধি করতে পারেন হার্দিক। এ ছাড়া কয়েক জন তরুণ ক্রিকেটারকেও সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
টেস্ট বিশ্বকাপ ফাইনালে রোহিতদের পারফরম্যান্স নিয়ে সৌরভ বলেছেন, ‘‘একটা ম্যাচে হার দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবে ভারতে ক্রিকেট প্রতিভার অভাব নেই। প্রচুর বিকল্প ক্রিকেটার রয়েছে। অনেকেই ভাল পারফরম্যান্স করছে। টেস্ট ক্রিকেটের কথা ভাবলে অবশ্য আইপিএলের পারফরম্যান্স বিচার করা ঠিক হবে না। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েক জন দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। তাদের সুযোগ দেওয়ার কথা ভাবা যেতে পারে।’’
আগামী দিনে ভারতের টেস্ট দলে কাদের দেখতে চাইছেন? কয়েক জন ক্রিকেটারের নাম করেছেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘যশস্বী জয়সওয়াল আছে। রজত পাটিদার রয়েছে। বাংলার অভিমন্যু ঈশ্বরণও প্রচুর রান করেছে ঘরোয়া ক্রিকেটে। শুভমন গিল এখন তরুণ। রুতুরাজ গায়কোয়াড়ও তরুণ।’’ কার অভাব অনুভব করেছেন টেস্ট বিশ্বকাপ ফাইনালে? সৌরভ বলেছেন, ‘‘আশা করি হার্দিক পাণ্ড্য আমার কথা জানতে পারবে। আমি হার্দিককে টেস্ট ক্রিকেট দেখতে চাই। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে ওকে দরকার।’’ ১১টি টেস্ট খেলেছেন হার্দিক। ৫৩২ রান করেছেন। তিনি উইকেট নিয়েছেন ১৭টি। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজিরও রয়েছে তাঁর।
হার্দিক অবশ্য এখনই টেস্ট ক্রিকেট খেলতে রাজি নন। টেস্ট বিশ্বকাপ ফাইনালের আগে তিনি বলেছিলেন, ‘‘আমি যদি‘টেস্ট খেলতে যাই হা হলে পিষে যাব। বিশ্বাস করি টেস্ট খেলার জন্য নিজের জায়গা অর্জন করে দলে ফিরতে হয়। সত্যি বলতে আমি এখনও টেস্ট খেলার জন্য প্রস্তুত নই। যতক্ষণ না নিজের জায়গা অর্জন করতে পারব, ততক্ষণ টেস্ট খেলব না।’’