সেরাদের এক জন হিসাবে কার নাম করলেন সৌরভ ফাইল চিত্র
বিরাট কোহলী নন, জো রুটকে সর্বকালের এক জন সেরা ব্যাটার বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডসে শতরান করে ইংল্যান্ডকে জিতিয়েছেন রুট। তার পরেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের প্রশংসা করলেন সৌরভ। টুইট করে জানালেন, রুটের খেলা দেখে তিনি মুগ্ধ।
লর্ডসে ইংল্যান্ডের জয়ের কিছু ক্ষণ পরেই টুইট করেন সৌরভ। লেখেন, ‘জো রুট..অসাধারণ ক্রিকেটার। চাপের মধ্যে কী অসাধারণ ইনিংস..সর্বকালীন সেরাদের মধ্যে এক জন।’
ক্রিকেটের বর্তমান প্রজন্মে সেরা চার ব্যাটারের মধ্যে ধরা হয় বিরাট কোহলী ও জো রুটকে। কয়েক বছর আগে পর্যন্ত সবার থেকে এগিয়ে ছিলেন কোহলী। কিন্তু ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে ছবিটা বদলে গিয়েছে। কোহলীর ফর্ম খারাপ হয়েছে। অনেকটা এগিয়ে গিয়েছেন রুট।
২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার টেস্টে শতরান করেছিলেন কোহলী। তার পর থেকে ১৭টি টেস্ট খেলে মোট ৮৪১ রান করেছেন তিনি। মাত্র ৬টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। অন্য দিকে ২০১৯ সালের ২২ নভেম্বরের পর থেকে মোট ৩১টি টেস্ট খেলেছেন রুট। করেছেন ২৯৫৯ রান। ৩১টি টেস্টে আটটি অর্ধশতরান ও ১০টি শতরান করেছেন রুট। তার মধ্যে তিনটি দ্বিশতরান।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।