বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ২০ জন ক্রিকেটারই ম্যাচ ফি পাবেন। তবে প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা ১০০ শতাংশ টাকা পাবেন। বাকি নয় ক্রিকেটার পাবেন ম্যাচ ফি-র ৫০ শতাংশ টাকা। করোনার জন্য দু’জন অতিরিক্ত ক্রিকেটারকেও নিয়ে যেতে পারবে দলগুলি।
—ফাইল চিত্র
আইপিএল শেষ হলেই রঞ্জির নক আউট পর্ব। ৪ জুন থেকে শুরু কোয়ার্টার ফাইনাল। বাংলা খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। বেঙ্গালুরুর মাঠে সেই ম্যাচ। দল গঠনের ক্ষেত্রে কিছু নিয়ম জানিয়েছে বোর্ড।
গ্রুপ পর্বের মতো নক আউটেও ৩০ জনের দল তৈরি করা যাবে। ক্রিকেটার রাখা যাবে ২০ জন। কোচ এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে থাকতে পারবেন ১০ জন। দলে চিকিৎসক এবং করোনা সংক্রান্ত সমস্যা সামলানোর জন্য কাউকে রাখার উপদেশ দিয়েছে বোর্ড।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ২০ জন ক্রিকেটারই ম্যাচ ফি পাবেন। তবে প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা ১০০ শতাংশ টাকা পাবেন। বাকি নয় ক্রিকেটার পাবেন ম্যাচ ফি-র ৫০ শতাংশ টাকা। করোনার জন্য দু’জন অতিরিক্ত ক্রিকেটারকেও নিয়ে যেতে পারবে দলগুলি।
৪ জুন থেকে শুরু প্রথম ম্যাচ। তার আগে ২ জুন করোনা পরীক্ষা করা হবে বোর্ডের পক্ষ থেকে। ৯ জুন দ্বিতীয় বার করোনা পরীক্ষা করা হবে। ফাইনালের আগে করোনা পরীক্ষা করা হবে ১৭ জুন। হোটেল থেকে খেলার মাঠ এবং বিমানবন্দরে যাওয়া আসার জন্য ৪৫ জনের বসার বাস দেওয়া হবে দলগুলিকে। ক্রিকেটারদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য থাকবে আলাদা গাড়ি।
৩০ জনের দলে নির্বাচকরা না থাকলে তাঁদের জন্য দলের হোটেলে আলাদা ব্যবস্থা করা হবে। তবে সেই খরচ দিতে হবে রাজ্য ক্রিকেট সংস্থাকে। দলের জৈবদুর্গের মধ্যেও ঢুকতে পারবেন না নির্বাচকরা। ম্যাচ দেখার জন্য নির্বাচকদের আলাদা বসার ব্যবস্থা করা হবে।
একটি টিভি চ্যানেল এবং একটি অনলাইন সাইটকে ম্যাচ সম্প্রচারের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে বোর্ড।