Sourav Ganguly

Sourav Ganguly: পুরনো বাড়ির সঙ্গে মহারাজের নতুন বাড়ির অদ্ভুত মিল, দেখল আনন্দবাজার অনলাইন

আনন্দবাজার অনলাইন পৌঁছে গেল সৌরভের নতুন বাড়িতে। পুরনো বাড়ির সঙ্গে খুঁজে পেল অদ্ভুত মিল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৪:৪৭
Share:
০১ ১২

এত দিন তাঁর ঠিকানা ছিল বীরেন রায় রোড। এ বার থেকে যা পাল্টে হয়ে যাবে লোয়ার রডন স্ট্রিট। নতুন বাড়ি কিনেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

০২ ১২

সেই বাড়িটি কেমন দেখতে? কী মিল রয়েছে আগের বাড়ির সঙ্গে? দেখল আনন্দবাজার অনলাইন।

Advertisement
০৩ ১২

বীরেন রায় রোডের লাল রঙের বাড়িটিতে জন্ম সৌরভের। সেখানেই বড় হয়েছেন মহারাজ। ভারতীয় দলের অধিনায়ক হওয়া হোক বা বিসিসিআইয়ের প্রধান হওয়া, সব কিছুরই সাক্ষী ছিল সেই বাড়ি।

০৪ ১২

সাংবাদিকদের ভিড় জমত সেখানেই। কিছু দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেও গিয়েছিলেন সেই বাড়িতেই।

০৫ ১২

লোয়ার রডন স্ট্রিটের বাড়িটি এই মুহূর্ত দোতলা। বেগুনি ফুলের গাছ রয়েছে প্রধান দরজার পাশেই।

০৬ ১২

সৌরভ বাড়িটি কিনেছেন ব্যবসায়ী অনুপমা বাগরি, তাঁর কাকা কেশব দাস বিনানি এবং তাঁর ছেলে নিকুঞ্জ বিনানির কাছ থেকে।

০৭ ১২

তবে কবে এই বাড়িতে আসছেন সৌরভ, তা এখনও ঠিক নেই। ৩.৬ কাঠা জমির উপর বাগান-সহ এই বাড়িটি নিজের মনের মতো করে গড়ে তুলতে সৌরভের যথেষ্ট সময় লাগবে।

০৮ ১২

বেহালার বাড়িতে যেতে হলে সরু রাস্তা পার করে একদম শেষ মাথায় যেতে হত। সৌরভের বাড়িটিই সেই রাস্তার শেষ।

০৯ ১২

লোয়ার রডন স্ট্রিটের বাড়িটিও রাস্তার শেষে। অদ্ভুত মিল দু’টি বাড়িতে। রাস্তার একেবারে শেষ প্রান্তে রয়েছে বাড়ি দু’টি।

১০ ১২

কলকাতা শহরে এই দু’টি বাড়ি ছাড়াও লন্ডনে সৌরভের একটি বাড়ি রয়েছে। ইংল্যান্ডে গেলে সেখানেই থাকেন তিনি।

১১ ১২

মধ্য কলকাতায় বাড়ি কেনার কারণ হিসাবে সৌরভ বলেছেন, “মধ্য কলকাতায় বাড়ি কিনলাম, কারণ এখান থেকে যে কোনও জায়গার যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভাল।”

১২ ১২

তবে পুরনো বাড়িটি ছেড়ে আসতে খারাপই লাগছে সৌরভের। তিনি বলেন, “৪৮ বছর যে বাড়িতে কেটেছে সেটা ছেড়ে আসা বেশ কঠিন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement