শতরানের পর মন্ধানা। ছবি: পিটিআই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই শতরান করলেন ভারতের স্মৃতি মন্ধানা। রবিবার বেঙ্গালুরুতে ভারতের হয়ে একাই লড়াই করলেন এই ওপেনার। ১১৭ রান করে জোড়া নজির গড়লেন তিনি।
ঘরের মাঠে ভারতের মহিলা ব্যাটার হিসাবে সর্বোচ্চ রান করলেন মন্ধানা। তাঁর ১১৭ রান ছাপিয়ে গেল আগের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২০১১ সালে মিতালি রাজের করা ১০৯ এত দিন পর্যন্ত দেশের মাটিতে ভারতের কোনও মহিলা ব্যাটারের সর্বোচ্চ রান ছিল। তা ভেঙে দিলেন মন্ধানা। তিনি ১২১ বলে ১১৭ রান করেন। ৪৭তম ওভারে মাসাবাতা ক্লাসের বলে আউট হন। ১২টি চার এবং একটি ছয় মেরেছেন।
পাশাপাশি ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে সব ফরম্যাট মিলিয়ে ৭০০০ রান হল মন্ধানার। এখানে তিনি মিতালির পরেই রয়েছেন। মিতালি শুধু ভারতীয়দের মধ্যে নয়, সব ফরম্যাট মিলিয়ে বিশ্বের সব ব্যাটারের থেকে বেশি রান করেছেন। ১০৮৬৮ রান নিয়ে তিনি শীর্ষে। এর পরে রয়েছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (১০২৭৩)। সব ব্যাটার মিলিয়ে স্মৃতি রয়েছেন ছ’নম্বরে।