World Cup

বিশ্বকাপজয়ীর ‘দাম’ ২ ডলার, দেশের নোটে ছবি! নতুন সম্মান পেয়ে আপ্লুত ক্রিকেটার

নতুন সম্মান দেওয়া হল বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে। দেশের নোটে ছাপানো হল তাঁর ছবি। পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে ২ ডলারের নোটে ছাপানো হয়েছে ওই ক্রিকেটারের ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১৮:১৫
Share:

বিশ্বকাপ ট্রফির সঙ্গে স্যর ভিভ রিচার্ডস। ছবি: পিটিআই।

নতুন সম্মান দেওয়া হল স্যর ভিভিয়ান রিচার্ডসকে। দেশের নোটে ছাপানো হল বিশ্বকাপজয়ী রিচার্ডসের ছবি। পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে ২ ডলারের নোটে ছাপানো হয়েছে রিচার্ডসের ছবি। ৬ ডিসেম্বর থেকে এই নোট পাওয়া যাবে।

Advertisement

সম্প্রতি অ্যান্টিগাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে রিচার্ডসের ছবি দেওয়া ডলারের ছবি প্রকাশ্যে আনা হয়। ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্মানের আপ্লুত রিচার্ডস। তিনি বলেছেন, “এই ধরনের সম্মান সাধারণত স্বপ্নেই লোকে দেখে। আমার কাছে আজ এটা সত্যি।”

জানা গিয়েছে, রিচার্ডস একটি প্রদর্শনী গল্‌ফ প্রতিযোগিতা আয়োজন করবেন। সেখান থেকে প্রাপ্ত অর্থ দান করা হবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা রেনাল সোসাইটিতে, যারা কিডনিতে সমস্যায় থাকায় মানুষদের সাহায্য করে। সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে ২৫ হাজার ক্যারিবিয়ান ডলার অর্থও ওই সংস্থাকে দেওয়া হবে।

Advertisement

সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিয়ান সম্প্রদায়ের মধ্যে বিরাট প্রভাব ফেলার কারণেই স্যর রিচার্ডসকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। কৃষ্ণাঙ্গ ক্যারিবীয় মানুষদের অধিকারের দাবিতে বার বার সোচ্চার হয়েছেন তিনি। ক্রিকেট তাঁর কাছে একটা খেলার থেকেও বেশি ছিল। বর্ণবিদ্বেষ এবং শ্বেতাঙ্গদের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসাবে তিনি ক্রিকেটকে বেছে নিয়েছিলেন বলে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement