শুভমন গিল। — ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে রান পাননি তিনি। বিশ্বকাপের আগে চিন্তা তৈরি হয়েছিল শুভমন গিলকে নিয়ে। কারণ টেস্টেও তিনি ফর্মে ছিলেন না। তবে মঙ্গলবার তৃতীয় ম্যাচে চিন্তা দূর করেছেন শুভমন। অল্পের জন্য শতরান পাননি। ৯২ বলে ৮৫ রান করেছেন। গুডাকেশ মোতির বলে আউট হন।
শুভমনই ম্যাচের সেরা হন। সেই পুরস্কার নিতে এসে তিনি জানালেন, অনেক দিন ধরেই বড় রানের চেষ্টা করছিলেন। কিছুতেই সেটা হচ্ছিল না। বলেছেন, “পরিস্থিতি অনুযায়ী খেলাটাই আসল। সেটা যত দ্রুত বুঝতে পারব তত রান হবে। ওপেনার হিসাবে দলকে যাতে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিতে পারি, সেটা দেখাই আমার কাজ। এত দিন সেটাই পারছিলাম না। আগের ম্যাচে সেট হয়ে গিয়েও ফিরে যাই। এই ম্যাচে সুযোগ হারাতে চাইনি।”
শুভমন আরও বলেছেন, “এই সফরে প্রথম বার অর্ধশতরান করতে পেরে ভাল লাগছে। চেয়েছিলাম শতরান করতে। সেটা না পারলেও দল জিতেছে দেখে খুশি। ব্যাটিংয়ের জন্যে পিচ ভালই ছিল। কিন্তু বল পুরনো হয়ে যাওয়ার পর সমস্যা হচ্ছিল।”
শুভমনের অফ ফর্ম দেখে অনেকেই তাঁর জায়গায় বিকল্প ভাবতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু শুভমন সে সব নিয়ে ভাবছেন না। স্পষ্ট জানিয়েছেন, বাইরে কী হচ্ছে তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। বলেছেন, “বাইরের কোনও ঘটনা নিয়ে ভাবি না। কে খেলল, কে খেলল না তা ভাবা আমার কাজ নয়। সুযোগ পেলে সেরাটা দেব এটাই ভাবি।”