জয়ে ফিরতে নতুন পরিকল্পনা শাকিবদের ফাইল চিত্র
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জার হারের পরে দ্বিতীয় টেস্টে জয়ে ফিরতে চাইছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। দলের বোলিং বিভাগকে আরও মজবুত করতে চাইছেন তিনি। চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠা শরিফুল ইসলামকে দলে নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেন তিনি।
২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শরিফুল। বাংলাদেশের হয়ে ৪টি টেস্ট, ১০টি এক দিনের ম্যাচ ও ১৯টি টি২০ খেলেছেন তিনি। কব্জিতে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রাথমিক দলে নেওয়া হয়নি শরিফুলকে। পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলে ডাক পেয়ে সোমবার ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পরে দলের বোলারদের উপর ভরসা দেখিয়েছিলেন শাকিব। কিন্তু দলের বোলিং বিভাগ হতাশ করেছিল তাঁকে। তিন পেসার মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও এবাদত হোসেন ভাল বল করলেও মাত্র পাঁচ উইকেট নিতে পেরেছিলেন। তাই দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে নিয়ে যাওয়া হল শরিফুলকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এর আগে খেলেননি শরিফুল। তাই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তাঁকে খেলতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। ডিউক বলে খেলার আগে উচ্ছ্বসিত শরিফুল। তিনি বলেন, ‘‘আগে কখনও ডিউক বলে খেলিনি। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ভাল ক্রিকেট খেলতে চাই। প্রথম টেস্টে হেরেছি। দ্বিতীয় টেস্টে জিততে চাই। তার জন্য আমাদের আরও ভাল ক্রিকেট খেলতে হবে। আশা করছি দলের কাজে লাগতে পারব।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।