বাবর আজ়ম। —ফাইল চিত্র
পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে সমস্যায় পড়েছে ভারত। পাক পেসারদের দাপটে দলের টপ অর্ডার রান পায়নি। মিডল অর্ডার হাল ধরেছে ভারতীয় ব্যাটিংয়ের। মাত্র ৬৬ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরেও ২৬৬ রান করেছে ভারত। খেলেছে ৪৮.৫ ওভার। ভারত যে অবস্থায় ছিল সেখান থেকে তাদের ৪০ ওভারের মধ্যে অল আউট করে দেওয়া যেত, এমনটাই মনে করেন শোয়েব আখতার। প্রাক্তন পাক পেসারের মতে, বাবরের অধিনায়কত্বে ভুল ছিল। তিনিই ভারতকে খেলায় ফেরার সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়েছেন ঈশান কিশন ও হার্দিক পাণ্ড্য।
ভারত-পাক ম্যাচ নিয়ে আখতার বলেন, ‘‘যখন তুমি প্রতিপক্ষের চার ব্যাটারকে এত তাড়াতাড়ি আউট করে দিয়েছ তখন কেন তারা গোটা ইনিংস ব্যাট করবে? পাকিস্তানের উচিত ছিল ৪০ ওভারের মধ্যে ভারতকে অল আউট করে দেওয়া। ১৭০-১৮০ রানের মধ্যে ভারতের ইনিংস শেষ হয়ে গেলে রোহিতেরা মানসিক ভাবেও ধাক্কা খেত।’’
আখতারের মতে, ভারতকে খেলায় ফিরিয়েছেন বাবর। তিনি বলেন, ‘‘বাবর ভুল করেছে। ওই পরিস্থিতিতে স্পিনারদের দিয়ে ১৫-১৬ ওভার বল করানোর কোনও মানে হয় না। পেসারদের ক্রমাগত বল করিয়ে যাওয়া উচিত ছিল। স্পিনারদের সামনে ঈশান ও হার্দিককে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। ওরা দৌড়ে রান নিয়ে ইনিংস সচল রেখেছে। বাবরের উচিত ছিল আরও আক্রমণাত্মক হওয়া। সেখানে ও উল্টো কাজ করল।’’
বাবরের সিদ্ধান্তের সমালোচনা করলেও শাহিন শাহ আফ্রিদির প্রশংসা করেছেন আখতার। শাহিনই পর পর রোহিত ও বিরাটকে আউট করে ভারতকে বড় ধাক্কা দেন। আখতার বলেন, ‘‘শাহিনের প্রথম স্পেল দুর্দান্ত ছিল। শুরুতেই ভারতকে পিছিয়ে দিয়েছিল ও। আবার শেষ স্পেলে এসে যে ভাবে বুদ্ধি করে বল করল সেটাই বুঝিয়ে দেয় ও কত বড় বোলার।’’
পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৬৬ রান অল আউট হয়ে যায় ভারত। দলের হয়ে ঈশান ৮২ ও হার্দিক ৮৭ রান করেন। ভারতের ইনিংসের পরেই বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি আর থামেনি। ফলে পাকিস্তানের ইনিংস শুরু করা যায়নি। খেলা ভেস্তে যায়। দু’দলকে ১-১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।