(বাঁ দিকে) যশপ্রীত বুমরা। শোয়েব আখতার (ডান দিকে)। — ফাইল চিত্র।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০-র বেশি উইকেট রয়েছে তাঁর। সব ফরম্যাটেই তাঁকে বিশ্বের অন্যতম সেরা বোলার বলা হয়। সেই যশপ্রীত বুমরাকে টেস্ট থেকে অবসর নিতে বললেন শোয়েব আখতার। তাঁর মতে, বুমরার গতি কমে গিয়েছে। ফলে টেস্ট ক্রিকেটে খেলার যোগ্য নন তিনি। শোয়েবের কথায় তৈরি হয়েছে বিতর্ক।
৪২টি টেস্টে ১৮৫টি উইকেট রয়েছে। তবে বুমরার দীর্ঘমেয়াদী সাফল্য নিয়ে সংশয় রয়েছে শোয়েবের মনে। তিনি জানালেন, বুমরার উচিত সংক্ষিপ্ত ফরম্যাটের দিকে নজর দেওয়া। কারণ তাঁর বলের গতি এখন কমেছে।
শোয়েব বলেছেন, “নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ও কিছু করতে পারেনি। তবে টেস্টে খেলা চালিয়ে যেতে হলে বুমরাকে গতি বাড়াতেই হবে। সে ক্ষেত্রে বুমরার চোট পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যাপারটা অত্যন্ত ঝুঁকির। আমি যশপ্রীত বুমরা হলে শুধু সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার দিকেই নজর দিতাম।”
তবে বিষয়টি নিয়ে বিতর্ক এড়াতে শোয়েব প্রশংসা করে বলেছেন, “বুমরা সংক্ষিপ্ত ফরম্যাটে খুব ভাল বোলার। লাইন, লেংথ ভাল বোঝে। নিখুঁত বল করতে পারে। বিশেষত ডেথ ওভার, পাওয়ার প্লে-তে ওর বোলিং অসাধারণ। বল দু’দিকেই সুইং করাতে পারে।”
অতীতে গ্লেন ম্যাকগ্রা, জেমস অ্যান্ডারসন সাফল্যের সঙ্গে টেস্টে বোলিং করেছেন। কারওই প্রচণ্ড গতি ছিল না। লাইন-লেংথ ঠিক রেখেই তাঁরা বল করেছেন। অথচ বুমরাকে পরামর্শ দিতে গিয়ে এই দু’জনের কথা উল্লেখই করেননি শোয়েব। তার উপর তিনি এটাও বলেছেন, টেস্টে ব্যাটারেরা চালিয়ে খেলেন না বলে নাকি লেংথের কোনও গুরুত্ব নেই! স্বাভাবিক ভাবেই সমর্থকদের তোপের মুখে পড়েছেন শোয়েব।