Shikhar Dhawan

সুযোগ না পাওয়া ধাক্কা ধাওয়ানের

ধাওয়ান পরিষ্কার বলেছেন, ‘‘আমি ট্রেনিং করতে ভালবাসি। খেলাটা উপভোগ করি। এই জিনিসগুলো আমার হাতে আছে। যে সিদ্ধান্তই নেওয়া হয়েছে, সেটাকে আমি সম্মান করি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ০৭:১৬
Share:

শিখর ধাওয়ান। —ফাইল চিত্র।

এশিয়ান গেমসের দলে তাঁর সুযোগ হয়নি। যে কারণে একটু ধাক্কা খেয়েছেন শিখর ধাওয়ান। কিন্তু ভারতীয় দলে ফিরে আসতে বদ্ধপরিকর এই বাঁ-হাতি ওপেনার।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে ধাওয়ান বলেছেন, ‘‘এশিয়ান গেমসের দলে যখন আমার নামটা দেখলাম না, তখন একটা ধাক্কা খেয়েছিলাম। তার পরে মনে হল, ওদের ভাবনা হয়তো আমার থেকে আলাদা। আপনাকে মেনে নিতে হবে। আমি খুশি যে, ঋতু (ঋতুরাজ গায়কোয়াড়) এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবে। সব তরুণ ক্রিকেটার দলে আছে। আমি নিশ্চিত, ওরা ভাল ফল করবে।’’

ধাওয়ান জানিয়ে দিয়েছেন, সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার জন্য তিনি তৈরি থাকবেন। তিনি বলেছেন, ‘‘প্রত্যাবর্তনের জন্য আমি তৈরি থাকব। যে কারণে আমি নিজেকে সব সময় ফিট রাখি। দলে ফিরে আসার একটা সুযোগ সব সময় থাকে। সেটা এক শতাংশ হোক কী কুড়ি শতাংশ।’’ ধাওয়ান পরিষ্কার বলেছেন, ‘‘আমি ট্রেনিং করতে ভালবাসি। খেলাটা উপভোগ করি। এই জিনিসগুলো আমার হাতে আছে। যে সিদ্ধান্তই নেওয়া হয়েছে, সেটাকে আমি সম্মান করি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement