Shane Warne

Shane Warne: ঠিক কী কারণে হঠাৎ মৃত্যু ওয়ার্নের, কী রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে

তাইল্যান্ড জাতীয় পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর চিকিৎসকদের মতামত জানতে পেরেছি আমরা। শেন ওয়ার্ন সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই প্রয়াত হয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৮:৩৩
Share:

শেন ওয়ার্ন। —ফাইল ছবি

শেন ওয়ার্নের মৃত্যুর ঘটনায় কোনও অস্বাভাবিকতা নেই। জানিয়ে দিল তাইল্যান্ড পুলিশ। ৫২ বছরের ওয়ার্নের আকস্মিক প্রয়াণ সম্পূর্ণ স্বাভাবিক বলেই জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

গত ৪ মার্চ তাইল্যান্ডের সামুই দ্বীপের এক রিসর্টে মৃত্যু হয় ওয়ার্নের। প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানিয়ে ছিলেন হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর এমন নির্মম পরিণতি। তাও অস্ট্রেলীয় তারকার মৃত্যু ঘিরে প্রশ্ন উঠে ছিল। তাইল্যান্ড পুলিশের পক্ষ থেকে সে দিনই জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখার পর ওয়ার্নের দেহ তুলে দেওয়া হবে অস্ট্রেলীয় কর্তৃপক্ষের হাতে। সেই মতোই ওয়ার্নের দেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের ফলাফল হাতে পেতেই তাইল্যান্ড পুলিশ জানিয়ে দিয়েছে ওয়ার্নের মৃত্যু হয়েছে প্রাকৃতিক ভাবেই।

তাইল্যান্ড জাতীয় পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর চিকিৎসকদের মতামত জানতে পেরেছি আমরা। শেন ওয়ার্ন সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই প্রয়াত হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন তিনি। ওঁর পরিবার এবং অস্ট্রেলীয় দূতাবাসের কর্মীদের বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

বন্ধুদের নিয়ে তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ার্ন। মৃত্যুর কিছু ক্ষণ আগেও পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখেন। বন্ধুদের সঙ্গে আইপিএল নিয়ে আলোচনা করেন। বন্ধুরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি প্রাক্তন ক্রিকেটারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement