Shakib Al Hasan

Bangladesh vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন শাকিব, এখনও চিন্তা তাঁর চোট নিয়ে

প্রথম টেস্টের আগে যদিও শাকিবের চোট পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই খেলতে পারবেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ১৩:৩৯
Share:

দলে ফিরলেন শাকিব। —ফাইল চিত্র

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে নেওয়া হল শাকিব আল হাসানকে। দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে ফিরলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়নি শাকিবকে।

প্রথম টেস্টের আগে যদিও শাকিবের চোট পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই খেলতে পারবেন তিনি। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, “শাকিব প্রথম একাদশে সুযোগ পায় কি না সেটা দেখতে হবে। আমাদের দলে যারা রয়েছে, তারা যথেষ্ট ধারাবাহিক। তাদের উপস্থিতি পার্থক্য গড়ে দিতে পারে।”

Advertisement

চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই তামিম ইকবাল। দলে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয় এবং রেজাউর রহমান খান। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরমান্সের ভিত্তিতে জাতীয় দলে তাঁদের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবেদিন।

২১ বছরের মাহমুদুল প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যেই দু’টি শতরান করেছেন। মিডিয়াম পেসার রাজা ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৩টি উইকেট নিয়েছেন। তাঁর বয়স ২২ বছর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement