বিশ্বকাপে অধিনায়ক হিসাবে ব্যর্থ কোহলী ফাইল চিত্র।
ইতিমধ্যেই টি২০-তে ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলী। এক দিনের ক্রিকেটেও তিনি অধিনায়কত্ব ছাড়বেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি জানালেন, তাঁর মতে কোহলীর উচিত সব ধরনের ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়া। তা হলে তিনি নিজের ব্যাটিংয়ের দিকে অনেক বেশি নজর দিতে পারবেন বলেই মনে করেন আফ্রিদি।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে আফ্রিদি বলেন, ‘‘আমার মনে হয় ভারতীয় ক্রিকেটে সব ধরনের ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়া উচিত কোহলীর। তা হলে কোহলী নিজের ব্যাটিং অনেক বেশি উপভোগ করতে পারবে। কোহলী ভারতের সেরা ব্যাটার। ওর উপর কোনও অতিরিক্ত চাপ থাকা উচিত নয়। ওকে উপভোগ করে খেলতে দেওয়া উচিত।’’
কোহলীর জায়গায় রোহিত শর্মা ভারতীয় দলের দায়িত্ব খুব ভাল সামলাতে পারবেন বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘‘আমি রোহিতের বিরুদ্ধে খেলেছি। ওর মানসিকতা ইতিবাচক। রোহিতের সব থেকে বড় গুণ হল চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখা। সেটা ভারতীয় দলের পক্ষে খুব ভাল।’’
ব্যাটার হিসাবেও রোহিতের প্রশংসা করেছেন আফ্রিদি। তিনি বলেন, ‘‘রোহিত খুব বড় মাপের ব্যাটার। ওর ব্যাটিং দেখলেই সেটা বোঝা যায়। সেই সঙ্গে এক জন নেতা হওয়ার সব গুণ ওর মধ্যে রয়েছে। তাই ওকেই সেই দায়িত্ব দেওয়া উচিত।’’