শাহিদ আফ্রিদি। —ফাইল চিত্র
বিশ্বকাপে পাকিস্তানের খারাপ ফলের জন্য সরাসরি বাবর আজ়মকে দায়ী করলেন দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর মতে, বাবরকে দেখে মনেই হয় না তিনি অধিনায়ক। সেই কারণেই দলের এই অবস্থা। বাবরকে হুঁশিয়ারিও দিয়েছেন আফ্রিদি। তাঁর মতে, বিশ্বকাপের বাকি চার ম্যাচ জিততে না পারলে দেশে ফিরে বিক্ষোভের মুখে পড়বেন পাক অধিনায়ক।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘‘যখন তুমি খেলায় মন দাও না, তখনই এই সব হয়। তখন তুমি চেষ্টা করো লুকোনোর। কিন্তু মাথায় রেখো, লুকোনোর জায়গা পাবে না। বাবর যত বড় ব্যাটারই হোক না কেন, পরের চার ম্যাচ জিততে না পারলে দেশে ফিরে বিক্ষোভের মুখে পড়বে। বিশ্বকাপের মতো মঞ্চে দেশকে ছোট করার কোনও অধিকার ওর নেই।’’
আফ্রিদির মতে, অধিনায়কদের সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। তবেই দলের বাকি ক্রিকেটারেরা আরও চাগিয়ে ওঠে। কিন্তু মাঠে বাবরকে দেখে মনেই হয় না যে তিনি অধিনায়ক। আফ্রিদি বলেন, ‘‘একটা দলে অধিনায়কই সব। অধিনায়ক যেমন করবে সবাই তাকে অনুসরণ করবে। অধিনায়ক যদি সামনে থেকে নেতৃত্ব দেয়, নিজেদের সেরাটা দেয়, তা হলে বাকিরাও সেটা করবে। কিন্তু বাবরকে দেখে মনে হয় ও ভয়ে আছে। তা হলে বাকিদের থেকে কী আশা করব। এই খারাপ ফলের জন্য একমাত্র বাবরই দায়ী। আর কেউ নেয়।’’
এই প্রসঙ্গে প্রাক্তন অধিনায়কদের উদাহরণ টেনে এনেছেন আফ্রিদি। ইনজামাম উল হক থেকে শুরু করে মহম্মদ ইউসুফ হয়ে নিজের কথাও বলেছেন তিনি। আফ্রিদি বলেন, ‘‘যখন ইনজামাম বা ইউসুফ অধিনায়ক ছিল তখন ওরাও নিজেদের সেরাটা দিত। লড়াই করত। ইনজামামকে মাঠে ডাইভ দিতে দেখলে বাকিরাও সেটা করার চেষ্টা করত। অধিনায়ক থাকার সময় আমিও নিজেক সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমরা কোনও দিন ভয় পাইনি। কিন্তু বাবর সেটা পাচ্ছে। তার ফলও ভুগছে।’’