Shahbaz Ahmed

Shahbaz Ahmed: আলোচনায় শাহবাজ়

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শেষ দু’বছর খেলেছেন শাহবাজ়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ০৭:৪৩
Share:

চর্চায়: দক্ষিণ আফ্রিকা সফরে কি যাবেন শাহবাজ়? ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ়ের জন্যও হয়তো ফিট হতে পারবেন না রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে ভাবা হচ্ছে বাংলার বাঁ-হাতি স্পিনার শাহবাজ় আহমেদের নাম।

Advertisement

১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ়। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। দক্ষিণ আফ্রিকায় সীমিত ওভারের সিরিজ়েই ভাবা হচ্ছে শাহবাজ়ের নাম।

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শেষ দু’বছর খেলেছেন শাহবাজ়। কোহলির নেতৃত্বে খেলেছেন ১৩টি ম্যাচ। তাঁর উইকেটসংখ্যা ৯। ১৫.১১ গড়ে উইকেট পেয়েছেন বাঁ-হাতি স্পিনার। জাডেজার মতোই গতির সাহায্যে বল করেন তিনি। রান আটকানোর দায়িত্ব থাকে তাঁর কাঁধেই। তাঁকেই ভাবা হচ্ছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে।

Advertisement

যদিও দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ়ে নেতা বিরাট নন। রোহিত শর্মা। তিনিও হ্যামস্ট্রিংয়ের চোটে টেস্ট সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। তবে ওয়ান ডে সিরিজ়ে নেতা হিসেবে দেখা যেতে পারে তাঁকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে রোহিত ও জাডেজার। যে দিন এনসিএ পৌঁছেছিলেন রোহিত, বলা হয়েছিল আগামী তিন-চার সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবেন। বর্তমানে তাঁর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই দক্ষিণ আফ্রিকায় খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আশা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকাতেই সরকারি ভাবে ভারতের সীমিত ওভারের নেতা হিসেবে যাত্রা শুরু করবেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement