হরিয়ানার ওপেনার শেফালি একাই ৭৫ রান করেন। তাঁর দাপটে ৭ উইকেটে হেরে গেলেন রুমেলিরা। বাংলার হয়ে তিতাস সাধু দুটো উইকেট নেন। দীপ্তি নেন একটি উইকেট।
—ফাইল চিত্র
পর পর দুটো ম্যাচ জেতার পর ফের হারতে হল বাংলার মেয়েদের। শেফালি বর্মার ব্যাটের কাছে হার মানতে হল বাংলার বোলারদের। ৪৬ বলে ৭৫ রান করেন ভারতীয় ওপেনার।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলা। দীপ্তি শর্মার ব্যাটে ভর করে ১৩৭ রান করে তারা। ৩৬ বলে ৪৩ রান করেন তিনি। রুমেলি ধর করেন ১৯ রান। উইকেটরক্ষক রিচা ঘোষ করেন ১৭ রান। প্রিয়ঙ্কা বালা অপরাজিত থাকেন ২৪ রান করে। ২০ ওভারে ১৩৭ রান তুললেও সেটা যথেষ্ট ছিল না জয়ের জন্য।
হরিয়ানার ওপেনার শেফালি একাই ৭৫ রান করেন। তাঁর দাপটে ৭ উইকেটে হেরে গেলেন রুমেলিরা। বাংলার হয়ে তিতাস সাধু দুটো উইকেট নেন। দীপ্তি নেন একটি উইকেট।
মেয়েদের সিনিয়র টি-টোয়েন্টি লিগে চারটি ম্যাচের মধ্যে দুটো জিতেছিল বাংলা। হেরে গেল দুটোতে। রুমেলিদের পরের ম্যাচ রবিবার। সে দিন পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। এলিট গ্রুপ ই-তে চতুর্থ স্থানে বাংলা।