অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন মিতা এবং দীপ্তি। তাঁরা দু’জনে ওপেন করতে নেমে ৫৭ রান তুলে নেন। মিতা আউট হন ২৭ রানে এবং দীপ্তি ফিরে যান ৩৫ রান করে। ধারা গুজ্জার এবং রিচা ঘোষ ম্যাচ শেষ করেন।
—ফাইল চিত্র
বল হাতে দাপট দেখালেন রুমেলি ধররা। অসমের মেয়েদের দলকে ৭০ রানে শেষ করে দিলেন তাঁরা। ৮ উইকেট হাতে নিয়ে সেই রান তুলে নিলেন মিতা পালরা। পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল বাংলা।
বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নামে অসম। বল হাতে তিথি দাস দু’টি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন রুমেলি ধর, দীপ্তি শর্মা, গৌহর সুলতানা, মিতা পাল এবং সাইকা ইশাকু। অসমকে মাত্র ৭০ রানে আটকে রাখেন বাংলার বোলাররা।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন মিতা এবং দীপ্তি। তাঁরা দু’জনে ওপেন করতে নেমে ৫৭ রান তুলে নেন। মিতা আউট হন ২৭ রানে এবং দীপ্তি ফিরে যান ৩৫ রান করে। ধারা গুজ্জার এবং রিচা ঘোষ ম্যাচ শেষ করেন।
এলিট গ্রুপ ই-তে রয়েছে বাংলা। সেখানে মুম্বই, মহারাষ্ট্র এবং অসমের সঙ্গে খেলেছে তারা। হরিয়ানা এবং পঞ্জাবের সঙ্গে খেলা বাকি রয়েছে বাংলার। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হারলেও সৌরাস্ত্র এবং অসমকে হারিয়ে ছন্দে ফিরলেন রুমেলিরা। তিন ম্যাচে তাঁদের সংগ্রহ ৮ পয়েন্ট। শুক্রবার হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলার।