Bengal Pro T20 League

বাংলার প্রো টি-টোয়েন্টি লিগে মুম্বই ইন্ডিয়ানস ও পঞ্জাব কিংসের স্কাউটেরা

মঙ্গলবার প্রথম ম্যাচে সোবিস্কো স্ম্যাশার্স মালদা ৯ উইকেটে হারায় মুর্শিদাবাদ কিংসকে। অপরাজিত ৭৮ রান ঋত্বিক চট্টোপাধ্যায়ের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ০৬:০৯
Share:

—প্রতীকী চিত্র।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ দেখতে এলেন মুম্বই ইন্ডিয়ানস ও পঞ্জাব কিংসের স্কাউটরা। মুম্বই দল থেকে এসেছেন রুদ্রপ্রতাপ সিংহ ও সৌরভ তিওয়ারি। পঞ্জাব দল থেকে এসেছেন বিক্রম হস্তির।

Advertisement

মঙ্গলবার প্রথম ম্যাচে সোবিস্কো স্ম্যাশার্স মালদা ৯ উইকেটে হারায় মুর্শিদাবাদ কিংসকে। অপরাজিত ৭৮ রান ঋত্বিক চট্টোপাধ্যায়ের। তিন উইকেট মুকেশ কুমারের। অন্য ম্যাচে শ্রাচি রার টাইগার্সকে আট উইকেটে হারায় রাশমি মেদিনীপুর উইজ়ার্ডস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement