Team India

সাত বছর বয়সে স্বপ্ন দেখেছিলেন, ২৮-এ পূরণ! কার দর্শন পেলেন ভারতীয় ক্রিকেটার?

সাত বছর বয়সে যে কথা তিনি মা, বাবাকে বলেছিলেন, সেটা অবশেষে হল। মাঝে কেটে গিয়েছে ২১ বছর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ২১:১১
Share:

ভারতীয় দলের এক ক্রিকেটারের স্বপ্নপূরণ হল। —ফাইল চিত্র

স্বপ্ন সত্যি হল সঞ্জু স্যামসনের। সাত বছর বয়সে যে কথা তিনি মা, বাবাকে বলেছিলেন, সেটা অবশেষে হল। ২৮ বছর বয়সে রজনীকান্তের সঙ্গে দেখা হল সঞ্জুর। মাঝে কেটে গিয়েছে ২১ বছর।

Advertisement

সাত বছর বয়সে মা, বাবাকে সঞ্জু বলেছিলেন, “এক দিন আমি রজনী স্যরের বাড়ি যাব দেখা করতে।” সেটাই সত্যি হল। ২১ বছর পর সঞ্জু গেলেন রজনীর বাড়ি। টুইট করে সে কথা জানিয়েছেন উইকেটরক্ষক। অভিনেতা রজনীকান্তের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন সঞ্জু। সেই সঙ্গে তিনি লেখেন, “আমি সাত বছর বয়সেই রজনীকান্তের ভক্ত হয়ে গিয়েছিলাম। মা, বাবাকে বলতাম, এক দিন আমি রজনী স্যরের বাড়ি যাব দেখা করতে। ২১ বছর পর সেই দিন এসেছে। রজনী স্যর আমাকে নিমন্ত্রণ করেছিলেন।”

সঞ্জুর এক ভক্ত একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, রজনীর বাড়িতে গিয়েছেন সঞ্জু। রয়েছেন রজনীর স্ত্রীও। সঞ্জু আগেও জানিয়েছিলেন যে, তিনি রজনীকান্তের ভক্ত। ২০১৬ সালে বন্ধুদের সঙ্গে রজনীকান্তের সিনেমা দেখতে গিয়ে সেই ছবি পোস্ট করেছিলেন সঞ্জু।

Advertisement

ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না সঞ্জু। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক তিনি। ভারতীয় উইকেটরক্ষক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের দলে সুযোগ পান কি না সেই দিকে নজর রাখবেন তাঁর সমর্থকরা। শ্রেয়স আয়ার চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় কাউকে নিতে পারে বোর্ড। সঞ্জু সেই জায়গায় সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement