Sanjay Manjrekar On Gautam Gambhir

গম্ভীরকে সাংবাদিক বৈঠকে আর পাঠাবেন না, বোর্ডকে অনুরোধ মঞ্জরেকরের, কেন?

গৌতম গম্ভীরকে খোঁচা মেরেছেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, ভারতের কোচকে সাংবাদিক বৈঠক থেকে দূরে রাখা উচিত। কেন এমন অনুরোধ করেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৭:৩১
Share:

(বাঁ দিকে) গৌতম গম্ভীর, সঞ্জয় মঞ্জরেকর (ডান দিকে)। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে গৌতম গম্ভীরকে। যতটা সম্ভব সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ভারতের কোচ। দলের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তাঁর কথাবার্তা খুব একটা পছন্দ হয়নি সঞ্জয় মঞ্জরেকরের। তাই গম্ভীরকে খোঁচা মেরেছেন তিনি।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি অনুরোধ করেছেন মঞ্জরেকর। তিনি বলেন, “গম্ভীরের সাংবাদিক বৈঠক দেখলাম। ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ, এই ধরনের দায়িত্ব থেকে ওকে বাদ দেওয়া হোক। ও পর্দার পিছনে কাজ করুক। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় নিজের আচরণ ও শব্দ নিয়ন্ত্রণে রাখতে পারে না ও। বদলে রোহিত বা আগরকর সাংবাদিকদের সঙ্গে অনেক ভাল কথা বলে।”

অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে কোহলির ফর্মের সমালোচনা করেছিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে তার জবাব দিয়েছেন গম্ভীর। তিনি বলেন, “ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের কী কাজ? আমার মনে হয় ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত। বিরাট, রোহিতকে নিয়ে তো ওর চিন্তা করার কোনও কারণই নেই।” আরও এক বার ভারতের দুই সিনিয়র খেলোয়াড়ের রানের খিদের কথা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। তিনি বলেন, “ওরা ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। ওদের সাফল্যের কথা সকলেই জানে। এখনও ওদের অনেক কিছু দেওয়ার আছে। ওদের রানের খিদে এখনও প্রথম দিনের মতো। এর থেকেই বোঝা যায় যে, ওরা দলকে জেতাতে চায়। এই রানের খিদেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি ওরা তাড়াতাড়ি বড় রানে ফিরবে।”

Advertisement

গম্ভীর জানিয়েছেন, যখন ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন তখনই তিনি জানতেন যে সম্মানের পাশাপাশি সমালোচনাও হবে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হারে অনুশোচনা করেননি তিনি। অস্ট্রেলিয়া সফরের দিকে নজর দেওয়ার কথা বলেছেন। কোহলি, রোহিতের পাশাপাশি লোকেশ রাহুলের প্রশংসাও করেছেন তিনি। গম্ভীরের এই সব জবাব পছন্দ হয়নি মঞ্জরেকরের। তাই খোঁচা মেরেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement