Sandeep Patil

বালক সঙ্ঘের ১০০ বছরের অনুষ্ঠানে সন্দীপ পাতিল, হল ঘুড়ি ওড়ানো

১০০ বছর পূর্ণ হল বালক সঙ্ঘ ক্লাবের। গোটা বছর ধরেই হবে নানা ধরনের অনুষ্ঠান। রবিবার থেকেই সেই অনুষ্ঠানের শুরু হল। সারা বছর কী কী তা-ও জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫২
Share:

বালক সঙ্ঘের অনুষ্ঠানে (বাঁদিক থেকে) অভিষেক ডালমিয়া, সন্দীপ পাতিল, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরা। ছবি: সংগৃহীত।

ভবানীপুরে বালক সঙ্ঘের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ পাতিল। ১০০ বছর পূর্ণ হল ক্লাবের। গোটা বছর ধরেই হবে নানা ধরনের অনুষ্ঠান। রবিবার থেকেই সেই অনুষ্ঠানের শুরু হল। সারা বছর কী কী তা-ও জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে।

Advertisement

রবিবার ভারতের প্রাক্তন ক্রিকেটার পাতিলের উপস্থিতিতে ক্লাবের পতাকা তোলা হল। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। ছিলেন প্রাক্তন সিএবি প্রধান অভিষেক ডালমিয়া। তিনি বালক সঙ্ঘ ক্লাবের এই ১০০ বছর পূর্তি অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা। অভিষেক বলেন, “১০০ বছরের অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান সদস্যদের নিয়ে পালন করা হবে। থাকবেন বিশিষ্ট ক্রীড়া উৎসাহীরাও। গোটা বছর আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের ১০০ বছর পালন করব। সকলকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে বলব।”

রবিবার অনুষ্ঠানের সূচনা ছাড়াও ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হল। আগামী দিনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, রক্তদান শিবির, ফুটবল প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হবে সমাপ্তি অনুষ্ঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement