দর বাড়ল এক জনের। কমল অন্য জনের। (বাঁ দিকে) বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনি (ডান দিকে)। —ফাইল চিত্র।
আইপিএলের নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে ১০টি দল। তাঁদের মধ্যে ৪০ জনের দর গত বারের তুলনায় বেড়েছে। চার জনের দর কমেছে। দু’জন ক্রিকেটারের দর গত বারের সমান রয়েছে।
আইপিএলে যে ক্রিকেটারদের দর বেড়েছে তাঁদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহেরা। যাঁদের দর কমেছে তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম মহেন্দ্র সিংহ ধোনি। এ বার ঘরোয়া ক্রিকেটার হিসাবে তাঁকে ধরে রেখেছে চেন্নাই। সেই জন্য দর কমেছে তাঁর। প্যাট কামিন্সের দরও গত বারের তুলনায় কমেছে।
১০ দলের ধরে রাখা ক্রিকেটারদের দরের পরিবর্তন:
কলকাতা নাইট রাইডার্স— মোট ছ’জনকে ধরে রেখেছে তারা। পাঁচ জনের দর বেড়েছে। এক জনের সমান রয়েছে। কলকাতার ধরে রাখা ক্রিকেটারেরা হলেন—
রিঙ্কু সিংহ— ১৩ কোটি (গত বার পেতেন ৫৫ লক্ষ টাকা)।
বরুণ চক্রবর্তী— ১২ কোটি (গত বার পেতেন ৮ কোটি টাকা)।
সুনীল নারাইন— ১২ কোটি (গত বার পেতেন ৬ কোটি টাকা)।
আন্দ্রে রাসেল— ১২ কোটি (গত বার পেতেন ১২ কোটি টাকা)।
হর্ষিত রানা— ৪ কোটি (গত বার পেতেন ২০ লক্ষ টাকা)।
রমনদীপ সিংহ— ৪ কোটি (গত বার পেতেন ২০ লক্ষ টাকা)।
চেন্নাই সুপার কিংস— মোট পাঁচ জনকে ধরে রেখেছে তারা। চার জনের দর বেড়েছে। এক জনের কমেছে। চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারেরা হলেন—
রুতুরাজ গায়কোয়াড়— ১৮ কোটি (গত বার পেতেন ৬ কোটি টাকা)।
রবীন্দ্র জাডেজা— ১৮ কোটি (গত বার পেতেন ১৬ কোটি টাকা)।
মাথিশা পাথিরানা— ১৩ কোটি (গত বার পেতেন ২০ লক্ষ টাকা)।
শিবম দুবে— ১২ কোটি (গত বার পেতেন ৪ কোটি টাকা)।
মহেন্দ্র সিংহ ধোনি— ৪ কোটি (গত বার পেতেন ১২ কোটি টাকা)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— মোট তিন জনকে ধরে রেখেছে তারা। দু’জনের দর বেড়েছে। এক জনের দর সমান রয়েছে। বেঙ্গালুরুর ধরে রাখা ক্রিকেটারেরা হলেন—
বিরাট কোহলি— ২১ কোটি (গত বার পেতেন ১৫ কোটি টাকা)।
রজত পাটীদার— ১১ কোটি (গত বার পেতেন ৫০ লক্ষ টাকা)।
যশ দয়াল— ৫ কোটি (গত বার পেতেন ৫ কোটি টাকা)।
মুম্বই ইন্ডিয়ান্স— মোট পাঁচ জনকে ধরে রেখেছে তারা। পাঁচ জনেরই দর বেড়েছে। মুম্বইয়ের ধরে রাখা ক্রিকেটারেরা হলেন—
যশপ্রীত বুমরা— ১৮ কোটি (গত বার পেতেন ১২ কোটি টাকা)।
হার্দিক পাণ্ড্য— ১৬ কোটি ৩৫ লক্ষ (গত বার পেতেন ১৫ কোটি টাকা)।
সূর্যকুমার যাদব— ১৬ কোটি ৩৫ লক্ষ (গত বার পেতেন ৮ কোটি টাকা)।
রোহিত শর্মা— ১৬ কোটি ৩০ লক্ষ (গত বার পেতেন ১৬ কোটি টাকা)।
তিলক বর্মা— ৮ কোটি (গত বার পেতেন ১ কোটি ৭০ লক্ষ টাকা)।
দিল্লি ক্যাপিটালস— মোট চার জনকে ধরে রেখেছে তারা। চার জনেরই দর বেড়েছে। দিল্লির ধরে রাখা ক্রিকেটারেরা হলেন—
অক্ষর পটেল— ১৬ কোটি ৫০ লক্ষ (গত বার পেতেন ৯ কোটি টাকা)।
কুলদীপ যাদব— ১৩ কোটি ২৫ লক্ষ (গত বার পেতেন ২ কোটি টাকা)।
ট্রিস্টান স্টাবস— ১০ কোটি (গত বার পেতেন ৫০ লক্ষ টাকা)।
অভিষেক পোড়েল— ৪ কোটি (গত বার পেতেন ২০ লক্ষ টাকা)।
রাজস্থান রয়্যালস— মোট ছ’জনকে ধরে রেখেছে তারা। ছ’জনেরই দর বেড়েছে। রাজস্থানের ধরে রাখা ক্রিকেটারেরা হলেন—
সঞ্জু স্যামসন— ১৮ কোটি (গত বার পেতেন ১৪ কোটি টাকা)।
যশস্বী জয়সওয়াল— ১৮ কোটি (গত বার পেতেন ৪ কোটি টাকা)।
রিয়ান পরাগ— ১৪ কোটি (গত বার পেতেন ৩ কোটি ৮০ লক্ষ টাকা)।
ধ্রুব জুরেল— ১৪ কোটি (গত বার পেতেন ২০ লক্ষ টাকা)।
শিমরন হেটমায়ের— ১১ কোটি (গত বার পেতেন ৮ কোটি ৫০ লক্ষ টাকা)।
সন্দীপ শর্মা— ৪ কোটি (গত বার পেতেন ৫০ লক্ষ টাকা)।
পঞ্জাব কিংস— দু’জনকে ধরে রেখেছে তারা। দু’জনেরই দর বেড়েছে। পঞ্জাবের ধরে রাখা ক্রিকেটারেরা হলেন—
শশাঙ্ক সিংহ— ৫ কোটি ৫০ লক্ষ (গত বার পেতেন ২০ লক্ষ টাকা)।
প্রভসিমরন সিংহ— ৪ কোটি (গত বার পেতেন ৬০ লক্ষ টাকা)।
সানরাইজার্স হায়দরাবাদ— মোট পাঁচ জনকে ধরে রেখেছে তারা। চার জনের দর বেড়েছে। এক জনের কমেছে। হায়দরাবাদের ধরে রাখা ক্রিকেটারেরা হলেন—
হেনরিখ ক্লাসেন— ২৩ কোটি (গত বার পেতেন ৫ কোটি ২৫ লক্ষ টাকা)।
প্যাট কামিন্স— ১৮ কোটি (গত বার পেতেন ২০ কোটি ৫০ লক্ষ টাকা)।
অভিষেক শর্মা— ১৪ কোটি (গত বার পেতেন ৬ কোটি ৫০ লক্ষ টাকা)।
ট্রেভিস হেড— ১৪ কোটি (গত বার পেতেন ৬ কোটি ৮০ লক্ষ টাকা)।
নীতীশ কুমার রেড্ডি— ৬ কোটি (গত বার পেতেন ২০ লক্ষ টাকা)।
গুজরাত টাইটান্স— মোট পাঁচ জনকে ধরে রেখেছে তারা। তিন জনের দর বেড়েছে। দু’জনের কমেছে। গুজরাতের ধরে রাখা ক্রিকেটারেরা হলেন—
রশিদ খান— ১৮ কোটি (গত বার পেতেন ১৫ কোটি টাকা)।
শুভমন গিল— ১৬ কোটি ৫০ লক্ষ (গত বার পেতেন ৮ কোটি টাকা)।
সাই সুদর্শন— ৮ কোটি ৫০ লক্ষ (গত বার পেতেন ৫০ লক্ষ টাকা)।
শাহরুখ খান— ৪ কোটি (গত বার পেতেন ৭ কোটি ৪০ লক্ষ টাকা)।
রাহুল তেওতিয়া— ৪ কোটি (গত বার পেতেন ৯ কোটি টাকা)।
লখনউ সুপার জায়ান্টস— মোট পাঁচ জনকে ধরে রেখেছে তারা। পাঁচ জনেরই দর বেড়েছে। লখনউয়ের ধরে রাখা ক্রিকেটারেরা হলেন—
নিকোলাস পুরান— ২১ কোটি (গত বার পেতেন ১৬ কোটি টাকা)।
মায়াঙ্ক যাদব— ১১ কোটি (গত বার পেতেন ২০ লক্ষ টাকা)।
রবি বিশ্নোই— ১১ কোটি (গত বার পেতেন ৪ কোটি টাকা)।
আয়ুষ বাদোনি— ৪ কোটি (গত বার পেতেন ২০ লক্ষ টাকা)।
মহসিন খান— ৪ কোটি (গত বার পেতেন ২০ লক্ষ টাকা)।