সাইকা ইশাক। —ফাইল চিত্র।
কলকাতা
মহিলাদের আইপিএল (উইমেন্স প্রিমিয়ার লিগ) এখন দিল্লিতে। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স ৪২ রানে হারিয়ে দিল ইউপি ওয়ারিয়র্সকে। সেই ম্যাচে ৩ উইকেট নিয়ে নজর কাড়লেন বাংলার সাইকা ইশাক। ব্যাটে, বলে দাপট দেখিয়ে ম্যাচের সেরা যদিও মুম্বইয়ের ন্যাট সিভার ব্রান্ট।
প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই তুলেছিল ১৬০ রান। দুই ওপেনার যষ্টিকা ভাটিয়া (৯) এবং হেইলি ম্যাথুজ় (৪) রান পাননি। যদিও তিন নম্বরে নামা ব্রান্ট (৪৫) এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর (৩৩) মিলে ইনিংস গড়েন। তাঁদের ৫৯ রানের জুটি মুম্বইকে স্বস্তি দেয়। পরে এমিলা কের ২৩ বলে ৩৯ রান করে রানের গতি বৃদ্ধি করেন। সাজীবন সাজনা ১৪ বলে ২২ রান করেন। তাঁরাই দলকে ১৬০ রানে পৌঁছে দেন।
১৬১ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারায়। এলিসা হিলি (৩), কিরণ নবগীরে (৭) এবং চামারি আতাপত্তু (৩) রান পাননি। দীপ্তি শর্মা ৫৩ রান করেন। তিনিই দলকে টানছিলেন। কিন্তু উল্টো দিক থেকে কোনও ব্যাটার তাঁকে সাহায্য করতে পারলেন না। বাংলার সাইকা ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ব্রান্ট ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা। ১১৮ রানে থেমে যায় ইউপি-র ইনিংস। দীপ্তি অপরাজিত থেকে গেলেও ওভার শেষ হয়ে যায়। ফলে ম্যাচ জেতা হয়নি।