ফাইল চিত্র।
ঋদ্ধিমান সাহার ব্যাটিংয়ের প্রশংসা শোনা গেল স্বয়ং সচিন তেন্ডুলকরের মুখে। যে ঋদ্ধির ব্যাটিং নিয়ে বারবার একাধিক নেতিবাচক প্রশ্ন তোলা হয়েছে, তাঁর সম্পর্কে সচিন জানিয়ে দিলেন, উইকেটের যে কোনও প্রান্তে শট খেলার ক্ষমতা রয়েছে বাংলার উইকেটকিপার-ব্যাটারের।
এমনকি টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুর কয়েক ওভারের মধ্যে খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন অভিজ্ঞ ঋদ্ধিমান। তাঁকে যে খুব একটা গুরুত্বও দেওয়া হয় না, সেটাও মনে করিয়ে দিতে ভোলেননি সচিন।
চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে ৯ ম্যাচে তাঁর মোট রান ৩১২। যা দেখে সচিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘ঋদ্ধিমান সাহা যে মানের ক্রিকেটার, সেই অনুযায়ী অনেক কম গুরুত্ব পায়। আমি ওকে অনেক বড় ক্রিকেটার মনে করি। কারণ, উইকেটের যে কোনও প্রান্তে স্পিনার এবং জোরে বোলারদের বিরুদ্ধে শট নিতে পারে। যদিও এ মরসুমের শুরুর দিকে খুব একটা বেশি স্ট্রাইক না পাওয়ায় সেই প্রতিভার প্রতিফলন হতে একটু দেরি হয়ে যায়।’’ যোগ করেন, ‘‘কোনও ব্যাটার ছন্দে থাকলে তাকেই বেশি স্ট্রাইক নেওয়া উচিত। কিন্তু ওর যতটা প্রাপ্য, ততটা স্ট্রাইক পেত না।’’
বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও শুরুটা ভাল করেছিলেন ঋদ্ধি। কিন্তু ফ্যাফ ডুপ্লেসির সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে ফেরায় ২২ বলে ৩১ রানে থেমে যায় তাঁর ইনিংস। যা দেখে সচিন বলেছেন, ‘‘দেখে মনে হচ্ছিল, ওয়েড ও সাহা গুজরাতকে বড় রানে পৌঁছে দেবে। কিন্তু ওয়েড এলবিডব্লিউ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।’’
ম্যাথু ওয়েডের বিতর্কিত এলবিডব্লিউ-র সিদ্ধান্ত নিয়েও মুখ খুললেন সচিন। বললেন, ‘‘আমি মনে করি, ওয়েড আউট ছিল না। ভুল সিদ্ধান্তের শিকার ও।’’