Ravi Shastri

Team India: ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন, অশ্বিন-শাস্ত্রী প্রসঙ্গে বললেন সাবা

ভারতের প্রাক্তন উইকেটরক্ষকের মতে সাজঘরের কথা বাইরে চলে এলে দল সামলানো মুশকিল হয়। রাহুল দ্রাবিড়কে সেই কঠিন কাজটাই করে দেখাতে হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ২০:৩৯
Share:

শাস্ত্রী ও অশ্বিন। —ফাইল চিত্র

ভারতীয় দলের ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন সাবা করিম। ভারতের প্রাক্তন ওই উইকেটরক্ষকের মতে, সাজঘরের কথা বাইরে চলে এলে দল সামলানো মুশকিল হয়। রাহুল দ্রাবিড়কে সেই কঠিন কাজটাই করে দেখাতে হবে।

রবি শাস্ত্রী যখন কুলদীপ যাদবকে বিদেশের মাটিতে সেরা স্পিনার হিসেবে বেছে নেন, তখন তাঁর কেমন অবস্থা হয়েছিল, তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানে তিনি বলেন, “কুলদীপের জন্য আমি খুব খুশি হয়েছিলাম। এক জন তরুণ স্পিনার হয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচ উইকেট নিচ্ছে, এটা সহজ ব্যাপার নয়। রবি ভাইকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু ম্যাচ শেষে তাঁর কথায় খুব আঘাত পাই। মনে হচ্ছিল, আমাকে কেউ বাসের তলায় ফেলে দিয়েছে। হোটেলে ফিরে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে স্বাভাবিক করি।”

Advertisement

এই কথা সামনে আসা উচিত হয়নি বলেই মনে করেন সাবা করিম। তিনি বলেন, “এই ধরনের কথাবার্তা যখন বাইরে চলে আসে, তখন দলে ঠিকঠাক আবহাওয়া ধরে রাখা মুশকিল হয়। আন্তর্জাতিক স্তরে যেটা ঠিক রাখা খুবই জরুরি।’’ এর পরেই তিনি বলেন, ‘‘এই জন্যই রাহুল দ্রাবিড়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দ্রাবিড়ের জন্য বড় পরীক্ষা হল অতীতের সব বিতর্ককে পিছনে ফেলে ভাল আবহাওয়া তৈরি করা। কী ভাবে করবে? সেটা দ্রাবিড়কে ঠিক করতে হবে। নতুন নিয়ম আনতে হতে পারে, কিছু নিয়ম পরিবর্তন করতে হতে পারে।’’

সাবা করিমের মতে, ক্রিকেটারদের থেকে চাপ অনুভব করা উচিত নয় অধিনায়কের। তিনি বলেন, “কোচের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এখানে। সকলের মধ্যে স্বচ্ছতা থাকা প্রয়োজন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement