রোহিত শর্মা। —ফাইল চিত্র।
খেলার মাঝে আবার মাথা গরম করে ফেললেন রোহিত শর্মা। আকাশ দীপের একটি বল দেখে মেজাজ নিয়ন্ত্রণ করতে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক। হতাশায় চিৎকার করে বকুনি দিলেন বাংলার জোরে বোলারকে।
ঘটনাটি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১১৪তম ওভারের। পঞ্চম বলে ব্যাটার ছিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে। অফ স্টাম্পের কিছুটা বাইরে বল করার চেষ্টা করেছিলেন আকাশ। তা করতে গিয়ে তাঁর বল পড়ে পিচের বাইরে। সম্ভবত আকাশের হাত ফস্কে বেরিয়ে গিয়েছিল বল। প্রথম স্লিপে যাওয়া বল বাঁ দিকে অনেকটা ঝাঁপিয়ে কোনও রকমে আটকান ঋষভ পন্থ। আকাশের ওই বল দেখে মাথা গরম করে ফেলেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক চিৎকার করে বলেন, ‘‘আরে, তোর মাথায় কি কিছু আছে?’’ দেখা যায় অপরাধীর মতো মুখ করে বোলিং মার্কে ফিরে যাচ্ছেন আকাশ। বাংলার ক্রিকেটারকে বকুনি দিয়ে রোহিতের এই মন্তব্য ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে। যা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
খেলার মাঠে মাঝেমধ্যেই মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেন না রোহিত। কোনও সতীর্থ ভুল করলে বা সহজ সুযোগ নষ্ট করলে হতাশায়, রাগে চিৎকার করে ফেলেন। রোহিত সাধারণত ফিল্ডিং করেন স্লিপে বা পিচের কাছাকাছি। ফলে তাঁর মন্তব্য ধরা পড়ে যায় স্টাম্প মাইক্রোফোনে। সোমবার ব্রিসবেনেও ঠিক একই ঘটনা ঘটেছে।