Rose Valley Scam

রোজ় ভ্যালির টাকা ফেরাতে ৫১৫ কোটি কমিটির হাতে

বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রায় সাড়ে সাত লক্ষ আমানতকারী টাকা ফেরতের জন্য গঠিত কমিটির কাছে প্রায় ৩১ লক্ষ অভিযোগ জানিয়েছিলেন। সেই আমানতকারীদের টাকাই ফেরতের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০৭:৫২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বেআইনি অর্থলগ্নি সংস্থা ‘রোজ় ভ্যালি’-র আমানতকারীদের টাকা ফেরানোর জন্য আদালত নিযুক্ত কমিটির হাতে প্রায় ৫১৫ কোটি টাকা তুলে দিল কেন্দ্র। শনিবার কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি দিলীপকুমার শেঠের হাতে ৫১৫ কোটি ৩১ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি। উপস্থিত ছিলেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীনও। সরকার জানিয়েছে, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ইডি ২৯৮৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা আটক (অ্যাটাচ) করেছিল।

Advertisement

বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রায় সাড়ে সাত লক্ষ আমানতকারী টাকা ফেরতের জন্য গঠিত কমিটির কাছে প্রায় ৩১ লক্ষ অভিযোগ জানিয়েছিলেন। সেই আমানতকারীদের টাকাই ফেরতের ব্যবস্থা করা হয়েছে। এর আগে ইডি এই কমিটির হাতে ২২ কোটি টাকা তুলে দিয়েছিল। তা দিয়ে প্রায় ৩২ হাজার আমানতকারীর টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছিল। সরকার আরও জানিয়েছে, এই টাকা ছাড়াও ওই সংস্থার আরও স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ইডি আটক করেছিল। সেই সম্পত্তির বর্তমান বাজারমূল্য দু’হাজার কোটি টাকারও বেশি। তা-ও বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement