পাকিস্তানকে টপকে গেল ভারত ফাইল ছবি
ইংল্যান্ডকে প্রথম এক দিনের ম্যাচে ১০ উইকেটে উড়িয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে গেল ভারত। উঠে এল তৃতীয় স্থানে। পাকিস্তান নেমে গেল চারে।
মঙ্গলবারের ম্যাচ জেতার পর ভারতে ১০৮ রেটিং পয়েন্ট রয়েছে। পাকিস্তান ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৬। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১২২।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গত মাসেই ভারতকে টপকে তিনে উঠে গিয়েছিল পাকিস্তান। বেশি দিন তারা সেই স্থান ধরে রাখতে পারল না। ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দু’টি এক দিনের ম্যাচ জিততে পারলে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে ভাল ফল করলে ব্যবধান আরও বাড়াতে পারে ভারত।
উল্টো চাপও রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দু’টি এক দিনের ম্যাচ হেরে গেলে আবার পাকিস্তানের পিছনে চলে যাবে ভারত। আগামী মাসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক দিনের সিরিজ রয়েছে পাকিস্তানের। বাবর আজমের দল খেলবে তিনটি ম্যাচ। সেই সিরিজে ভাল ফল করলে পাকিস্তানের কাছেও সুযোগ থাকছে ব্যবধান বাড়িয়ে নেওয়ার।