Ranji Trophy 2024-25

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ব্যর্থ, তবু রঞ্জি ট্রফির পরের ম্যাচ খেলবেন না রোহিত, যশস্বীরা!

টানা ব্যর্থতার জন্য ভারতীয় দলের ব্যাটারদের রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে বলেছিলেন গৌতম গম্ভীর। সেই মতো মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:৩৬
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল (ডান দিকে)। —ফাইল চিত্র।

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে রান পাননি রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, শ্রেয়স আয়ারেরা। তাও আগামী ৩০ জানুয়ারি থেকে মেঘালয়ের বিরুদ্ধে রঞ্জির পরের ম্যাচে খেলবেন ভারতীয় দলের ক্রিকেটারেরা।

Advertisement

অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ রোহিতদের ঘরোয়া ক্রিকেট খেলতে বলেছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। মুম্বইয়ের জার্সি গায়ে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। কিন্তু মেঘালয়ের বিরুদ্ধে ৩০ জানুয়ারি থেকে তাঁদের খেলার সম্ভাবনা কম।

১ ফেব্রুয়ারি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রোহিত, যশস্বী, শ্রেয়সদের। তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার কথা তাঁদের। তাই রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বইয়ের হয়ে রোহিতদের খেলা সম্ভব হবে না। অন্য দিকে, নীতীশ কুমার রেড্ডি চোট পাওয়ায় শিবম ভারতীয় দলে ডাক পেয়েছেন শিবম। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ব্যস্ত থাকায় তাঁর পক্ষেও মুম্বইয়ের হয়ে মাঠে নামা সম্ভব হবে না।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘বোর্ডের অনুষ্ঠানে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারেরই থাকার কথা। ৩০ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির ম্যাচ। খেলা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যে ১ ফেব্রুয়ারি বোর্ডের অনুষ্ঠান। ২ ফেব্রুয়ারি থেকে সম্ভবত নাগপুরে এক দিনের সিরিজ়ের প্রস্তুতি শিবির শুরু হবে। তাই ওদের পক্ষে খেলা সম্ভব হবে না।’’ উল্লেখ্য, ভারত-ইংল্যান্ড প্রথম এক দিনের ম্যাচ নাগপুরে ৬ ফেব্রুয়ারি।

২০১৫ সালের পর প্রথম বার রঞ্জি ট্রফির কোনও ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত। মুম্বইয়ের চেনা ২২ গজেও রান পাননি তিনি। প্রথম ইনিংসে ৬ এবং দ্বিতীয় ইনিংসে ২৮ রান করেন। যশস্বী দু’ইনিংসে করেন যথাক্রমে ৪ এবং ২৬ রান। শ্রেয়স করেন ১১ এবং ১৭ রান। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে ব্যাটিং নিয়ে উদ্বেগ থাকছে গম্ভীরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement