Smriti Mandhana

ইতিহাস মন্ধানার, ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে নজির

বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে দু’বার ৫০ ওভারের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন স্মৃতি মন্ধানা। এমন কৃতিত্ব ভারতের আর কারও নেই। বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌড়েও ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪
Share:

স্মৃতি মন্ধানা। —ফাইল চিত্র।

ভারতের মহিলা ক্রিকেটে ইতিহাস স্মৃতি মন্ধানার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সালের সেরা মহিলা এক দিনের ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছে মন্ধানাকে। এই নিয়ে দ্বিতীয় বার আইসিসির বর্ষসেরা এক দিনের ক্রিকেটারের সম্মান পেলেন মন্ধানা। এমন কৃতিত্ব ভারতের আরও কোনও মহিলা ক্রিকেটারের নেই।

Advertisement

নিউ জ়িল্যান্ডের সুজি বেটসের পর বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে আইসিসির বর্ষসেরা হয়েছেন মন্ধানা। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ড এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। তিন প্রতিপক্ষকে টপকে সেরার পুরস্কার জিতে নিয়েছেন মন্ধানা। ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক ২০২৪ সালে ৫০ ওভারের ক্রিকেটে করেছেন ৭৯৪ রান। তাঁর গড় ৫৭.৪৬। মন্ধানার ব্যাট থেকে এসেছে চারটি শতরান। মহিলাদের এক দিনের ক্রিকেটে তিনিই গত ক্যালেন্ডার বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। উল্লেখ্য, মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটেও বর্ষসেরা হওয়ার দৌড়ে ছিলেন মন্ধানা।

বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে এক ক্যালেন্ডার বছরে ৫০ ওভারের ক্রিকেটে চারটি শতরান করার কৃতিত্বও গড়েছেন মন্ধানা। মহিলাদের আসন্ন এক দিনের বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা বাঁহাতি ওপেনিং ব্যাটার। আইসিসির বিভিন্ন এক দিনে ক্রিকেটে প্রতিযোগিতায় মোট ২৪টি ম্যাচ খেলে মন্ধানা করেছেন ১৩৫৮ রান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement