বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।
বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই রান পাননি রোহিত শর্মা। প্রথম ইনিংসে ১৪ এবং দ্বিতীয় ইনিংসে ১৩ রানে আউট হয়েছেন। তা সত্ত্বেও একটি নজির গড়ে ফেললেন রোহিত। টপকে গেলেন বিরাট কোহলিকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করলেন রোহিত। ২৯টি ম্যাচে তাঁর ২২৪২ রান রয়েছে। সব মিলিয়ে তিনি রয়েছেন ১০ নম্বরে। ভারতীয়দের মধ্যে রোহিতের পরে রয়েছেন কোহলি। ৩৬টি ম্যাচে তাঁর রান ২২৩৫। তৃতীয় স্থানে চেতেশ্বর পুজারা। ৩৫ ম্যাচে তাঁর রান ১৭৬৯। অজিঙ্ক রাহানে রয়েছেন চতুর্থ স্থানে। ২৯ ম্যাচে তাঁর রান ১৫৮৯। চোটে দলের বাইরে থাকা ঋষভ পন্থ ২৪ ম্যাচে ১৫৭৫ রান নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।
এর আগে রোহিতই এক নম্বরে ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে রোহিতকে টপকে গিয়েছিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম দু’টি টেস্টে কোহলি খেলেননি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। সে কারণেই রোহিতের সামনে টপকে যাওয়ার সুযোগ এসেছে। কোহলি যদি বাকি সিরিজ়ে না খেলতে পারেন তা হলে রোহিতের কাছে সুযোগ থাকবে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার।
ভারত-ইংল্যান্ড সিরিজ়ের ফলাফল এখন ১-১। তৃতীয় টেস্টে হবে রাজকোটে। ম্যাচ শুরু ১৫ ফেব্রুয়ারি।