Rohit Sharma

Rohit Sharma: চোট সারিয়ে অনেকটাই সুস্থ রোহিত, নেতৃত্ব দিতে পারেন পরের সিরিজেই

রোহিতের পক্ষে সুখবর। চোট অনেকটাই সারিয়ে উঠেছেন। সব ঠিক থাকলে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে তিনিই দেশকে নেতৃত্ব দেবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৮:০৩
Share:

রোহিত শর্মা। ফাইল ছবি

অধিনায়ক হওয়ার দৌড়ে তিনি রয়েছেন। বাধা একটাই, তাঁর ফিটনেস। কিন্তু রোহিত শর্মার পক্ষে সুখবর। তিনি চোট অনেকটাই সারিয়ে উঠেছেন। সব ঠিক থাকলে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে তিনিই দেশকে নেতৃত্ব দেবেন।

Advertisement

ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা রওনা হওয়ার ঠিক আগে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। অনুশীলন করতে গিয়ে এই চোট পেয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় আর যাওয়া হয়নি তাঁর। কারণ তার পর থেকে তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই (এনসিএ) রয়েছেন। টেস্ট সিরিজে খেলতে না পারার পর এক দিনের সিরিজেও খেলছেন না তিনি। বুধবার থেকে এই সিরিজ শুরু হচ্ছে।

ভারতীয় বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ‘‘এনসিএ-তে রোহিতের রিহ্যাব প্রক্রিয়া খুব ভাল ভাবে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে বলেই মনে হয়। ৬ ফেব্রুয়ারি আমদাবাদে প্রথম একদিনের ম্যাচ। ফলে এখনও হাতে প্রায় তিন সপ্তাহ সময় আছে।’’

Advertisement

বোর্ডের এখনকার নিয়ম অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে এনসিএ-তে ফিটনেস পরীক্ষা দিয়ে পাশ করে ভারতীয় দলে ঢুকতে হয়। বোর্ড ফিটনেস সংক্রান্ত সংশাপত্র দিলে তা নির্বাচকদের জানানো হয়। তার পরেই ক্রিকেটাররা জাতীয় দলের জন্য বিবেচিত হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement