Ishan Kishan on Mohammad Rizwan

‘রিজ়ওয়ান হয়ে কোনও লাভ নেই,’ আইপিএলের মাঝে হঠাৎ কেন পাক ক্রিকেটারকে নিশানা ঈশান কিশনের

আইপিএলের মাঝে পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজ়ওয়ানকে টেনে আনলেন ঈশান কিশন। তাঁর মতে, রিজ়ওয়ানের মতো বার বার আউটের আবেদন করলে আম্পায়াররা তাতে কোনও পাত্তা দেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৩:৩১
Share:
cricket

হায়দরাবাদের জার্সিতে প্রথম শতরানের পর ঈশান কিশন। ছবি: পিটিআই।

আইপিএলের শুরুটা খুব ভাল করেছেন ঈশান কিশন। প্রথম ম্যাচেই শতরান করেছেন সানরাইজার্স হায়দরাবাদের এই উইকেটরক্ষক-ব্যাটার। এ বার পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজ়ওয়ানকে টেনে আনলেন ঈশান। তাঁর মতে, রিজ়ওয়ানের মতো বার বার আউটের আবেদন করলে আম্পায়ারেরা তাতে কোনও পাত্তা দেন না।

Advertisement

ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরীর একটি প্রশ্নের জবাবে ঈশান রিজ়ওয়ানকে টেনে এনেছেন। অনিল একটি ভিডিয়োয় ঈশানের প্রশংসা করেন। তিনি বলেন, “আমার আম্পায়ারিংয়ে তুমি অনেক খেলেছ। এখন তুমি অনেক পরিণত হয়েছ। যখন দরকার তখনই আউটের আবেদন করো। আগে তুমি অনেক বেশি আবেদন করতে। কী ভাবে এই বদল এল?”

সেই প্রশ্নের জবাব দিয়েছেন ঈশান। তিনি বলেন, “আমার মনে হয় এখন আম্পায়ারেরাও অনেক বিচক্ষণ হয়েছে। বার বার আবেদন করলেও ওরা আউট দেবে না। তার থেকে যখন দরকার পড়বে তখনই আবেদন করো। তা হলে আম্পায়ারেরাও ভাবে, আবেদনে আত্মবিশ্বাস আছে। রিজ়ওয়ান হয়ে কোনও লাভ নেই। আম্পায়ারেরা এক বারও আউট দেবে না।”

Advertisement

পাকিস্তানের উইকেটরক্ষক রিজ়ওয়ান আবেদনের জন্য বিখ্যাত। প্যাডের কোথাও বল লাগলেই আবেদন করেন তিনি। আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। যদিও তাতে বিশেষ লাভ হয় না। রিজ়ওয়ানের ডিআরএস নেওয়ার রেকর্ডও খুব খারাপ। সেই কারণেই হয়তো রিজ়ওয়ানের উদাহরণ দিয়েছেন ঈশান।

ভারতীয় ক্রিকেটারের মতে, এখনকার দিনে আম্পায়ারেরা চাপে পড়েন না। তাঁরা তাঁদের সিদ্ধান্ত ঠিকই জানিয়ে দেন। এখন অনেক বেশি আত্মবিশ্বাসী তাঁরা। ঈশানের কথায়, “সত্যি বলতে, সব ক্ষেত্রেই উন্নতির জায়গা আছে। কিন্তু আমার মনে হয়, এখন আম্পায়ারেরা আরও বেশি আত্মবিশ্বাসী। তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। তাই বেশি আবেদন করে কোনও লাভ নেই। ওদের উপর কোনও প্রভাব পড়ে না।”

আইপিএলের দলে ভাল খেললেও জাতীয় দলে দীর্ঘ দিন ব্রাত্য ঈশান। বোর্ডের নির্দেশ না মানায় বাদ পড়তে হয়েছিল তাঁকে। সিরিজ়ের মাঝে দেশে ফিরে এসেছিলেন ঈশান। পরে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন তিনি। এ বারের নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় তাঁকে। তবে নতুন দল হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচেই শতরান করেছেন ঈশান। প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন তিনি। তার মাঝেই রিজ়ওয়ানকে নিয়ে মজা করলেন ঈশান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement