LSG vs MI match today

লখনউ ম্যাচে খেলছেন না রোহিত, কেন মাঠের বাইরে মুম্বইয়ের প্রাক্তন নেতা?

লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে পারছেন না রোহিত শর্মা। শুক্রবার টস করতে এসে এ কথা জানিয়েছেন হার্দিক পাণ্ড্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৯:৩৭
Share:
cricket

রোহিত শর্মা। ছবি: সমাজমাধ্যম।

লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে পারছেন না রোহিত শর্মা। শুক্রবার টস করতে এসে এ কথা জানিয়েছেন হার্দিক পাণ্ড্য। রোহিতের জায়গায় ওপেন করতে পারেন উইল জ্যাকস। দলে নেওয়া হয়েছে রাজ অঙ্গদ বাওয়াকে।

Advertisement

টসের সময় হার্দিক জানান, অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। তাই লখনউ ম্যাচে খেলতে পারছেন না তিনি। তবে দ্রুতই রোহিতের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী মুম্বইয়ের অধিনায়ক। শুধু তাই নয়, হার্দিক বলেছেন, “জসপ্রীতও (বুমরাহ) খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে।”

মুম্বইয়ের তিনটি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে খেলেছেন রোহিত। শুধু ব্যাট করেছেন। ফিল্ডিং করেননি। রোহিত যে ছিটকে যেতে পারেন, তা আগে আন্দাজ করা যায়নি। আইপিএলে তিনটি ম্যাচ খেললেও এখনও বড় রান পাননি রোহিত। তাঁর অফ ফর্ম চিন্তায় রেখেছে মুম্বইকে।

Advertisement

লখনউয়ের বিরুদ্ধে কেন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে হার্দিক বলেন, “মনে হচ্ছে তরতাজা উইকেট। জানি না কেমন আচরণ করবে। পরের দিকে শিশির পড়তে পারে। সেটা ভেবেই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছি।”

রোহিত ছিটকে গেলেও, লখনউ দলে ফিরেছেন আকাশ দীপ। চোট সারিয়ে দলে ফিরেছেন তিনি। এটাই লখনউয়ের জার্সি তাঁর প্রথম ম্যাচ। মণিমরন সিদ্ধার্থের জায়গায় দলে এসেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement