Bizarre Incident in UP

ঠান্ডার নিদান সিগারেটে সুখটান! উত্তরপ্রদেশে পাঁচ বছরের শিশুকে ‘দাওয়াই’ সরকারি চিকিৎসকের

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, শিশুটির ঠোঁটে সিগারেট দিয়ে সেটি জ্বালিয়ে দিচ্ছেন অভিযুক্ত চিকিৎসক। তার পর শিশুটিকে ঘনঘন টান দিতে বলছেন!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২০:৫৩
Share:
A government doctor in Jalaun of Uttar Pradesh made a five-year-old boy to smoke a cigarette in part of treatment

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পাঁচ বছরের শিশুর ঠোঁটের ফাঁকে সিগারেট দিয়ে অগ্নিসংযোগ করছেন সরকারি চিকিৎসক! ঠান্ডা লাগার প্রতিষেধক হিসাবেই উত্তরপ্রদেশের জালাউনের ওই সরকারি চিকিৎসক এমন অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ।

Advertisement

ঘটনার একটি ভিডিয়ো (আনন্দবাজার ডট কম যার সত্যতা যাচাই করেনি) ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, শিশুটির ঠোঁটে সিগারেট দিয়ে সেটি জ্বালিয়ে দিচ্ছেন ওই চিকিৎসক। তার পর শিশুটিকে ঘনঘন টান দিতে বলছেন! অভিযুক্ত ব্যক্তি জালাউন জেলার কুঠৌন্দ সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুরেশ চন্দ্র বলে প্রকাশিত কয়েকটি খবরে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নরেন্দ্রদেব শর্মা অভিযোগের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই ভিডিয়ো প্রচারিত হওয়ার পরেই গত ২৮ মার্চ বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত সুরেশকে কুঠৌন্দ থেকে জেলা সদরে বদলি করা হয়েছে। কিন্তু কেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement