IPL 2025

লখনউ-মুম্বই ম্যাচের আগে হঠাৎ আগুন একানা স্টেডিয়ামের বাইরে, আতঙ্কিত সমর্থকেরা

শুক্রবার একানা স্টেডিয়ামে ম্যাচ লখনউ বনাম মুম্বইয়ের। তার আগে স্টেডিয়ামের বাইরে হঠাৎই আগুন লাগল। খেলা দেখতে আসা সমর্থকেরা আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৯:১৮
Share:
cricket

স্টেডিয়ামের বাইরের রাস্তায় আগুন। ছবি: সমাজমাধ্যম।

শুক্রবার একানা স্টেডিয়ামে ম্যাচ লখনউ বনাম মুম্বইয়ের। তার আগে স্টেডিয়ামের বাইরে হঠাৎই আগুন লাগল। খেলা দেখতে আসা সমর্থকেরা আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ছুটোছুটি শুরু হয়ে যায়। তবে ইতিমধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাচ শুরু হওয়ার ঘণ্টা দেড়েক আগে, সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগে একানা স্টেডিয়ামের বাইরে। ম্যাচের জন্য তত ক্ষণে সমর্থকেরা স্টেডিয়ামে আসতে শুরু করেছিলেন। আগুন এবং ধোঁয়া দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন অনেকে। পুলিশ তাঁদের নিয়ন্ত্রণ করে।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। অল্প সময়ের মধ্যেই তারা সেই আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের এক কর্তা জানিয়েছেন, কোনও সমর্থকের ক্ষতি হয়নি। ম্যাচও সঠিক সময়েই শুরু হবে। ঘটনার পরেই সমর্থকদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পুলিশ। বাড়তি বাহিনী এনে ভিড় নিয়ন্ত্রণ করা হয়।

Advertisement

কী ভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে। দ্রুত কারণ খুঁজে বার করা হবে।

শুক্রবার লখনফয়ের ম্যাচ ঘিরে যথেষ্ট উত্তেজনা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচ শুরু হওয়ার অনেক আগে থেকেই প্রিয় দলের জার্সি পরে এবং পতাকা হাতে স্টেডিয়ামে ঢুকতে থাকেন সমর্থকেরা। আগুন লাগার ঘটনা সাময়িক ভাবে আতঙ্কিত করলেও, সমর্থকদের উত্তেজনা তাতে কমেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement