Rohit Sharma

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে অনিশ্চিত রোহিত, ভারত অধিনায়কের খেলা নিয়ে সংশয় কেন?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে না-ও খেলতে পারেন রোহিত শর্মা। ভারতের অধিনায়ক রবিবারই সেই ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, ব্যক্তিগত কারণে হয়তো প্রথম টেস্টে খেলতে পারবেন না। কেন এই সিদ্ধান্ত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৬:০৫
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে না-ও খেলতে পারেন রোহিত শর্মা। ভারতের অধিনায়ক রবিবারই সেই ইঙ্গিত দিয়েছেন। নিউ জ়িল্যান্ডের কাছে তৃতীয় টেস্টে হারের পর রোহিত জানিয়েছেন, ব্যক্তিগত কারণে হয়তো প্রথম টেস্টে খেলতে পারবেন না।

Advertisement

শোনা গিয়েছে, রোহিতের স্ত্রী রিতিকা সন্তানসম্ভবা। দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত। তাই প্রথম টেস্টে থাকতে পারবেন না। রবিবার রোহিত বলেছেন, “এখনও পর্যন্ত আমি নিশ্চিত নই যেতে পারব কি না। দেখা যাক কী হয়।”

অতীতে বিরাট কোহলিকেও দেখা গিয়েছিল দ্বিতীয় সন্তান জন্মের সময় অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে। তিন বছর আগে অস্ট্রেলিয়া সফরের সময় প্রথম টেস্ট খেলার পর ফিরে এসেছিলেন কোহলি। বাকি তিনটি টেস্টে খেলেননি। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারত সিরিজ় জিতেছিল।

Advertisement

রোহিত খেলতে না পারলে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা। এর আগেও বিদেশের মাটিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। দু’বছর আগে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক ছিলেন বুমরা।

তবে প্রথম একাদশে রোহিতের জায়গায় কে খেলবেন তা নিয়ে লড়াই হতে পারে। বাংলার অভিমন্যু ঈশ্বরণের সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘এ’ দলের হয়ে প্রথম টেস্টে ভাল খেলতে পারেননি তিনি। দুই ইনিংসে যথাক্রমে ৭ এবং ১২ রান করেছেন। তবে এই মরসুমে লাল বলের ক্রিকেটে ছন্দে রয়েছেন ঈশ্বরণ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ২২ নভেম্বর থেকে পার্‌থে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement