রোহিত শর্মা। —ফাইল চিত্র।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সতীর্থদের ফিল্ডিং দেখে রেগে গিয়েছিলেন রোহিত শর্মা। রবীন্দ্র জাডেজা এবং লোকেশ রাহুলের অতি সক্রিয়তায় বাড়তি ২ রান পেয়ে গিয়েছিল বাংলাদেশ। দুই সতীর্থের উপর প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেছিলেন। রবিবার ধর্মশালাতেও একটি ঘটনায় অসন্তোষ প্রকাশ করলেন ভারতীয় দলের অধিনায়ক।
কোনও সতীর্থের উপর নয়। এ বার রোহিত হতাশ হলেন নিজের একটি কাজেই। ম্যাচের প্রথম বলেই ঘটল ঘটনাটি। যশপ্রীত বুমরার বল লাগে নিউ জ়িল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ের পায়ে। ভারতীয় ফিল্ডাররদের কয়েক জন এলবিডব্লিউয়ের আবেদন জানালেও আগ্রহ দেখানি বুমরা নিজে। আউট দেননি আম্পায়ারও। রাহুলের কাছে রোহিত জানতে চান, রিভিউয়ের আবেদন করবেন কিনা। রাহুল মত দেননি। কাছেই থাকা বিরাট কোহলিও বলেন, বল লেগ স্ট্যাম্পের বাইরে। তবু কারও পরামর্শ না শুনে রিভিউয়ের আবেদন জানান রোহিত।
সব কিছু খতিয়ে দেখে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, কনওয়ে নট আউট। বুমরার বল লেগ স্টাম্পের বাইরে পড়েছিল। ফলে ম্যাচের প্রথম বলেই ভারতের একটি রিভিউ নষ্ট হয়। যার জন্য সম্পূর্ণ দায়ী অধিনায়ক রোহিত নিজেই। তৃতীয় আম্পায়ারের রায় নিউ জ়িল্যান্ড ব্যাটারের দিকে যেতে হতাশা প্রকাশ করতে দেখা যায় রোহিতকে। সে সময় তাঁকে নিজের উপর কিছুটা বিরক্ত দেখাচ্ছিল।
খেলা চলার সময় রোহিতকে মাঝে মধ্যেই মেজাজ হারাতে দেখা যায়। প্রকাশ্যে সতীর্থদের বকা ঝকাও করেন। এ বার নিজের একটি কাজেই মেজাজ হারালেন ভারতীয় দলের অধিনায়ক।