রোহিত শর্মা। — ফাইল চিত্র।
এ বারের বিশ্বকাপে সব ম্যাচে জেতার রেকর্ড ধরে রেখেছে ভারত। বৃহস্পতিবার তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে। সেই ম্যাচে নজর কেড়ে নিয়েছে ভারতের দু’টি রিভিউয়ের সিদ্ধান্ত। দু’টিতেই ঠিক প্রমাণিত হয়েছে তারা। ম্যাচের পরে রোহিত শর্মা জানিয়েছেন, এখন আর তিনি ডিআরএস নেবেন না। সেই দায়িত্ব পেয়ে গিয়েছেন দলেরই দুই ক্রিকেটার। তিনি উইকেটকিপার কেএল রাহুল এবং সংশ্লিষ্ট বোলার।
শ্রীলঙ্কা ম্যাচে একটি এলবিডব্লিউয়ের ক্ষেত্রে রাহুলের সিদ্ধান্ত মেনে নিয়ে ডিআরএস নেন রোহিত। রাহুল সঠিক প্রমাণিত হন। এর পরের মহম্মদ শামির বলে দুষ্মন্ত চামিরা খোঁচা দিয়েছিলেন। সেই সময় দলের বাকি ক্রিকেটারেরা ইতস্তত করলেও অনড় ছিলেন রাহুল। রোহিত ডিআরএস নিলে আবার তা সফল হয়।
ম্যাচের পর রোহিত বলেছেন, “আমি এখন আর নিজে ডিআরএস নিই না। বোলার এবং কিপারের উপরে ছেড়ে দিয়েছি। ওরাই ঠিক করবে রিভিউ নেওয়া উচিত কি না। তবে আমাকে এমন সতীর্থ খুঁজে বার করতে হয়েছে যাকে আমি বিশ্বাস করতে পারি এবং সবার বিরুদ্ধে গিয়ে তার কথা বিশ্বাস করে ডিআরএস নিতে পারি। আমাদের এই পরিকল্পনা কাজে লাগছে।”
প্রথম দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করে খুশি রোহিত। দলের প্রায় সব ক্রিকেটারের প্রশংসা করেছেন। বলেছেন, “সরকারি ভাবে আমরা সেমিফাইনালে, এটা শুনে খুব ভাল লাগছে। গোটা দলই অসাধারণ খেলেছে। চেন্নাই থেকে শুরু হয়েছিল। সেমিফাইনাল প্রধান লক্ষ্য ছিল। তার পরে ফাইনাল। নিখুঁত ক্রিকেট খেলেছি গত সাতটা ম্যাচে। প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছে। দরকারে এগিয়ে এসেছে। তাই জন্যে সাফল্য।”
রোহিত জানিয়েছেন, স্কোরবোর্ডে ভাল রান তোলার পর জয়ের ব্যাপারে তাঁরা অনেকটাই নিশ্চিত ছিলেন। বলেছেন, “বড় রান তোলাকে একটা চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছিলাম। বেশি রান করতে চাইলে এ ভাবেই আগ্রাসী খেলতে হয়। এই পিচে ৩৫০ যথেষ্ট ভাল রান ছিল। ব্যাটিং বিভাগকে ধন্যবাদ দেব এত রান তোলার জন্যে। বোলারেরাও নিজেদের কাজটা ঠিক ভাবেই করেছে।”