BGT 2024-25

প্রথম বলেই আউট হওয়ার পরিস্থিতি, সাজঘরে লাফিয়ে উঠলেন রোহিত, বিরাট কি আউট ছিলেন? শুরু বিতর্ক

বিরাটকে ইনিংসের প্রথম বলটি করেন স্কট বোলান্ড। অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বলে খোঁচা দেন বিরাট। বল চলে যায় স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে। তিনি ক্যাচ ধরে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫২
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

সিডনিতে প্রথম বলেই আউট হতে পারতেন বিরাট কোহলি। তাঁর ক্যাচ ধরেছিলেন স্টিভ স্মিথ। কিন্তু সেই সময় বল মাটিতে ঠেকে যায় বলে তৃতীয় আম্পায়ার মনে করেন। তিনি আউট দেননি। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রোহিত শর্মা এই ম্যাচ খেলছেন না। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন। চোখ রাখেন মাঠের বড় স্ক্রিনে। বিরাট কি আউট ছিলেন?

Advertisement

বিরাটকে ইনিংসের প্রথম বলটি করেন স্কট বোলান্ড। অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বলে খোঁচা দেন বিরাট। বল চলে যায় স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে। তিনি ক্যাচ ধরে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। গোটা অস্ট্রেলিয়া দল উচ্ছ্বসিত। কিন্তু মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা নিশ্চিত ছিলেন না ক্যাচ ঠিক ভাবে নেওয়ার ব্যাপারে। তিনি তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। সেই দায়িত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের জোয়েল উইলসন। তিনি প্রযুক্তির সাহায্য নিয়ে বার বার রিপ্লে দেখেন। সেখানে দেখা যায় স্মিথ ক্যাচ নিলেও বল মাটিতে ছুঁয়ে ছিল। যে কারণে নট আউটের সিদ্ধান্ত জানান উইলসন। বেঁচে যান বিরাট। বেঁচে যায় ভারতও।

স্মিথ যদিও নিশ্চিত যে তিনি ক্যাচ নিয়েছেন। বিরতির মাঝে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় স্মিথ বলেন, “আমি ১০০ শতাংশ নিশ্চিত যে বলটা ধরেছি। আঙুল আমার বলের নীচেই ছিল। কিন্তু আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তা মেনে নিয়েছি।”

Advertisement

প্রথম বলেই বিরাট আউট হলে ওই সময় ভারত ১৭ রানে ৩ উইকেট হারাত। যা সমস্যায় ফেলে দিতে পারত। ভারতীয় দলের সাজঘর তাই তাকিয়ে ছিল সিডনির বড় স্ক্রিনের দিকে। নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন রোহিতও। তিনি এই ম্যাচ খেলছেন না। সিডনি টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। তিনি জানিয়েছেন, অধিনায়ক রোহিত দলের স্বার্থে নিজেই নিজেকে বিশ্রাম দিয়েছেন। যদিও বিরাটের প্রথম বলে আউট হওয়ার সম্ভাবনা তৈরি হতেই বসে থাকতে পারলেন না তিনি।

তৃতীয় আম্পায়ার উইলসন বার বার রিপ্লে দেখেন নিজের সিদ্ধান্ত জানানোর আগে। তিনি বিভিন্ন দিক থেকে তোলা ভিডিয়ো দেখেন। তাঁর মনে হয়েছে বল হাতে থাকলেও তা মাটি ছুঁয়েছে। সেই কারণে তিনি নট আউটের সিদ্ধান্ত জানান। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারের মনে হয়েছে কোহলি আউট ছিলেন। তিনি বলেন, “আমি যেখান থেকে দেখেছি তাতে আউট মনে হয়েছে। স্মিথের আঙুল বলের তলায় ছিল। ও বলটা হাতের কায়দায় তুলে নেয়। আমার সেটা খুব ভাল লেগেছে।” ল্যাঙ্গারের সঙ্গে একমত রিকি পন্টিংও।

ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান যদিও মনে করেন আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, “বিরাট একেবারেই নট আউট। আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।” অ্যালান বর্ডারের মতে সিদ্ধান্ত নেওয়াটাই খুব কঠিন ছিল। তিনি বলেন, “লেগেছে না লাগেনি সেটার পার্থক্য করা খুবই কঠিন।” মার্ক ওয় যদিও স্মিথের পাশে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, “দারুণ ক্যাচ। আমার মনে হয় আউট ছিল। আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারছে না স্মিথ। আঙুল বলের নীচে ছিল। আমার মনে হয় কোহলি বেঁচে গেল।”

প্রথম বলে শূন্য করে ফিরতে না হলেও বিরাট ১৭ রানের বেশি করতে পারেননি। যদিও ৬৯টি বল খেলেন তিনি। ভারতের দ্বিতীয় সেশনে শুধু বিরাটই আউট হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement