Rohit Sharma

Rohit Sharma: দুবাইয়ে ক্রিকেট খেলতে গিয়ে বাচ্চাদের খেলায় ডুবে গেলেন রোহিত

আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তা নিয়ে চাপে নেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত। বৃহস্পতিবার অনুশীলনের পর অন্য খেলায় মাতলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১৬:৪৪
Share:

দুবাইয়ে খোশমেজাজে রোহিত। ফাইল ছবি।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মারা। সামনে পাকিস্তান মানেই বাড়তি চাপ। তবু সেই ম্যাচের আগে হালকা মেজাজেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তান ম্যাচের আগে নেতৃত্বের চাপ কাবু করতে পারেনি অধিনায়ক রোহিতকেও।

Advertisement

বৃহস্পতিবার অনুশীলনের শেষে ফুরফুরে মেজাজে দেখা গেল রোহিতকে। ছোটদের কিক স্কুটারে করে ঘুরলেন মাঠের পাশের রাস্তায়। মাঠের মধ্যেও ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। সতীর্থদের সঙ্গে মজাও করেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিতের কিক স্কুটার সফরের ভিডিয়ো নেটমাধ্যমে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই নিয়ে দ্বিতীয় বার এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। ২০১৮ সালে তাঁর নেতৃত্বেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সে সময় তিনি অবশ্য পূর্ণ সময়ের অধিনায়ক ছিলেন না। এ বারও ভারত চ্যাম্পিয়ন হলে মহেন্দ্র সিংহ ধোনির পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসাবে দ্বিতীয় বার এশিয়া কাপ জয়ের নজির গড়বেন তিনি।

Advertisement

সে জন্য অবশ্য তাঁর মধ্যে কোনও চাপের চিহ্ন দেখা যাচ্ছে না। নিজে যেমন হালকা মেজাজে রয়েছেন, তেমন সতীর্থদেরও চাপ মুক্ত রাখার চেষ্টা করছেন তিনি। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় শেষ দু’বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ বার চ্যাম্পিয়ন হলে ট্রফি জয়ের হ্যাটট্রিক করবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement