India vs Afghanistan

চার রান খুইয়ে আম্পায়ারকে ‘তিরস্কার’ রোহিতের! কী হল ভারতীয় ইনিংসের শুরুতেই?

রোহিতের একটি চার দেননি আম্পায়ার বীরেন্দ্র। বল ভারত অধিনায়কের ব্যাটে লেগে বাউন্ডারিতে গেলেও লেগ বাই দেন তিনি। বিষয়টি কিছুটা পরে বুঝতে পেরে বিরক্তি প্রকাশ করেন রোহিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ২১:৩৭
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত শর্মা। স্বভাবতই বুধবার বেঙ্গালুরুর তৃতীয় ম্যাচে রান পেতে মরিয়া ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। কিন্তু ইনিংসের শুরুতেই মেজাজ হারালেন তিনি। আম্পায়ার বীরেন্দ্র শর্মার একটি সিদ্ধান্তে অখুশি তাঁকে তিরস্কার করেন রোহিত। যা ধরা পড়েছে স্টাম্প মাইকে।

Advertisement

ফারিদ আহমেদের করা ভারতীয় ইনিংসের দ্বিতীয় বলটি রোহিতের ব্যাটে লেগে বাউন্ডারিতে যায়। কিন্তু আম্পায়ার মনে করেন বল রোহিতের ব্যাটে নয়, প্যাডে লেগে মাঠের বাইরে গিয়েছে। তিনি লেগ বাইয়ের ইশারা করেন। বিষয়টি তখন খেয়াল করেননি রোহিত। কিছুটা পরে রোহিত লক্ষ্য করেন, স্কোর বোর্ডে তাঁর নামের পাশে শূন্য লেখা রয়েছে। তখন বুঝতে পারেন দিনের প্রথম চার রানটি তাঁর নামে লেখা হয়নি। চলে গিয়েছে অতিরিক্তের খাতায়। বিষয়টি বুঝতে পেরেই বিরক্তি প্রকাশ করেন ভারতীয় দলের অধিনায়ক।

সে সময় আম্পায়ার ছিলেন বীরেন্দ্র। প্রথম দু’ম্যাচে রান না পাওয়া রোহিত চার রান হারিয়ে মেজাজ ঠিক রাখতে পারেননি। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আরে বীরু লেগ বাই দিয়া থা সেকেন্ড বল? ইতনা বড়া ব্যাট লাগা।’’ অর্থাৎ, ‘‘বীরু তুমি দ্বিতীয় বলে লেগ বাই দিয়েছ? ব্যাটে কতটা বল লেগেছে।’’ স্টাম্প মাইকে রোহিতের কথা পরিষ্কার শোনা গিয়েছে। পরে টেলিভিশন রিপ্লেতেও দেখা যায় বল রোহিতের ব্যাটে লেগেই বাউন্ডারিতে গিয়েছিল। ফলে আম্পায়ার বীরেন্দ্রর ভুল সিদ্ধান্তে বুধবার ৪ রান খোয়া গেল রোহিতের।

Advertisement

রোহিত প্রথম ওভারে আর রান করতে পারেননি। প্রথম রান করেন দ্বিতীয় ওভারে। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম ‘সরকারি’ চার মারেন তিনি। এ দিন ১১টি চার এবং ৮টি ছয়ের সাহায্যে ৬৯ বলে অপরাজিত ১২১ রান করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement