রোহিত শর্মা। — ফাইল চিত্র।
বিশ্বকাপে টানা সাতটি ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার মুম্বইয়ে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অষ্টম ম্যাচ খেলতে চলে এসেছে কলকাতায়। তার আগে বিশ্বকাপজয় সম্পর্কে এক সমর্থকের প্রশ্নের উত্তর দিলেন রোহিত শর্মা।
শুক্রবার দুপুরে কলকাতার বিমান ধরার জন্যে মুম্বই বিমানবন্দরে ঢুকছিলেন রোহিতেরা। সেখানে হাজির ছিলেন অনেক সমর্থক। তার মধ্যে থেকেই একজন প্রশ্ন ছুড়ে দেন রোহিতের উদ্দেশে, “এ বারের বিশ্বকাপ আমাদের তো?” শুনে কিছুটা হেসে ফেলেন রোহিত। তার পরে তিন শব্দে উত্তর দেন, “এখনও সময় রয়েছে।” রোহিতের আশ্বাসবাণী শুনে আনন্দে ফেটে পড়েন সমর্থকেরা।
বিকেলে কলকাতায় নামে ভারতের বিমান। রোহিত, সূর্যকুমার যাদব, বিরাট কোহলিরা সরাসরি হোটেলে গেলেও ব্যাটিং কোচেদের সঙ্গে নিয়ে ইডেনে গিয়ে পিচ পরীক্ষা করে আসেন কোচ রাহুল দ্রাবিড়। পিচ দেখে সন্তুষ্ট তিনি। ইডেনের কিউরেটরের প্রশংসাও করেছেন।
বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে রোহিত বলেছিলেন, “সরকারি ভাবে আমরা সেমিফাইনালে, এটা শুনে খুব ভাল লাগছে। গোটা দলই অসাধারণ খেলেছে। চেন্নাই থেকে শুরু হয়েছিল। সেমিফাইনাল প্রধান লক্ষ্য ছিল। তার পরে ফাইনাল। নিখুঁত ক্রিকেট খেলেছি গত সাতটা ম্যাচে। প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছে। দরকারে এগিয়ে এসেছে। তাই জন্যে সাফল্য।”
কলকাতার সমর্থকদের আশ্বাস দিয়ে তিনি বলেছিলেন, “দক্ষিণ আফ্রিকা ভাল ক্রিকেট খেলছে। আমরাও ভাল খেলছি। তাই ওই ম্যাচটা সমর্থকদের জন্যে দারুণ একটা লড়াই হতে চলেছে। আমার বিশ্বাস কলকাতার সমর্থকেরা খুব ভাল একটা ম্যাচ দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন।”