রিয়ান পরাগ। ছবি: পিটিআই।
আইপিএলে দলের প্রথম তিনটি ম্যাচে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে খেলেছেন সঞ্জু স্যামসন। তাই রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন রিয়ান পরাগ। তবে অসমের ক্রিকেটারের দাবি, তিনি ২০১৮ সাল থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন। চেন্নাইকে হারিয়ে প্রথম ম্যাচ জেতার পর এমন দাবি করেছেন তিনি।
রিয়ানের মতে, যবে থেকে রাজস্থানে যোগ দিয়েছিলেন তবে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালের নিলামে রাজস্থান কিনেছিল রিয়ানকে। অভিষেক হয় ২০১৯ সালে। তখন থেকেই নিয়মিত খেলছেন। গত বছর থেকে চার নম্বরে ব্যাট করা শুরু করেছেন। এ বছর প্রথম তিনটি ম্যাচে নেতৃত্বের দায়িত্বও তাঁকে দেওয়া হয়।
রবিবার ম্যাচের পর রিয়ান বলেন, “এই দলে প্রথম যোগ দেওয়ার পর থেকেই মনে হত, আমিই যেন অধিনায়কত্ব করছি। যদিও তখন নেতৃত্ব দেওয়ার ধারেকাছে ছিলাম না। আসলে যখনই আপনি খেলেন, তখনই মনে হয় আপনি অধিনায়ক। নেতৃত্ব না দিলেও কিছু কিছু সিদ্ধান্ত আপনাকেই নিতে হয়। আমি সেটার জন্য তৈরি ছিলাম। এখন সেটা পালন করছি। নেতৃত্ব দিতে পেরে খুব ভাল লাগে।”
এ ব্যাপারে যাবতীয় কৃতিত্ব নিজের দলকেই দিচ্ছেন রিয়ান। তাঁর মতে, রাজস্থান এমন একটা দল যারা ক্রিকেটারদের প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। রিয়ান বলেছেন, “ধরুন রাজস্থান দলে নতুন কেউ এল। সে সহজেই নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ পাবে। আমার মনে হয় এই কারণে দলটা বাকিদের চেয়ে আলাদা।”