দিল্লির বাঙালি ক্রিকেটার অভিষেক। ছবি: সমাজমাধ্যম।
রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে অনিকেত বর্মার সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন অভিষেক পোড়েল। সেই অনিকেত ৭১ রান করেন। দিল্লির জিততে অসুবিধা হয়নি। তবে সহজ ক্যাচ ফেলার পর মনখারাপ হয়ে গিয়েছিল বাংলার অভিষেকের। সেই সময় তাঁকে চাঙ্গা করেছিলেন কেএল রাহুল। ম্যাচের পর অভিষেক নিজেই এ কথা জানিয়েছেন।
অভিষেক বলেন, “কেএলভাই বড় দাদার মতো। আমি ক্যাচটা ফেলে দেওয়ার পরেই আমার পাশে দাঁড়িয়েছিল। বলেছিল, ‘একদম চিন্তা করিস না’। ব্যাট করার সময়ও পরামর্শ দিয়েছিল নিজের স্বাভাবিক শট খেলতে।”
অভিষেক নিজে উইকেটকিপার। তবে দিল্লি দলে রাহুল থাকায় তাঁকে সাধারণ ফিল্ডার হিসাবে খেলতে হচ্ছে। তাতে অভিষেকের কোনও আক্ষেপ নেই। তাঁর মতে, উইকেটরক্ষক হওয়ায় রাহুল খুব ভালই পরিস্থিতি বুঝতে পারেন। অভিষেক বলেছেন, “প্রথম ইনিংসের পরেই রাহুলভাই আমাদের বলে দিয়েছিল পিচ কেমন আচরণ করছে। আমার পাশেও বার বার দাঁড়িয়েছে।”
যাঁর বলে ক্যাচ ফেলেছিলেন, সেই অক্ষর পটেল ওই মুহূর্তে হতাশ হয়েছিলেন বটে। তবে অধিনায়ক হিসাবে অক্ষর যে বাকিদের থেকে আলাদা এ কথা জানিয়েছেন অভিষেক। বলেছেন, “মাঠের বাইরে অক্ষরভাই খুব মজার। মাঠের মধ্যে সারা ক্ষণ অনুপ্রাণিত করে। ওর অধিনায়কত্ব করার ধরন খুব ভাল। অক্ষরভাইয়ের অধীনে খেলতে পেরে খুব ভাল লাগছে।”