Rishabh Pant

দিল্লি ছেড়ে চেন্নাইয়ে পন্থ? উইকেটকিপারের ভবিষ্যৎ কি সৌরভের হাতে

অনেক দিন ধরে খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে পরের বছর আইপিএলে দল বদলাতে পারেন ঋষভ পন্থ। তাঁকে খেলতে দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংসের হয়ে। পন্থকে দিল্লিকে রাখার ব্যাপার অনেকটাই নির্ভর করছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২৪ ১৯:৩৮
Share:

ঋষভ পন্থ (বাঁ দিকে) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

দীর্ঘ দিন ধরে খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে পরের বছর আইপিএলে দল বদলাতে পারেন ঋষভ পন্থ। তাঁকে খেলতে দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংসের হয়ে। পন্থকে দিল্লিতে রাখার ব্যাপার অনেকটাই নির্ভর করছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে।

Advertisement

এক হিন্দি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির দল পরিচালন সমিতি পন্থকে নিয়ে খুশি নয়। চোট সারিয়ে গত বছর তিনি দিল্লির হয়ে খেললেও দল আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। এক বারও আইপিএল না জেতা দলটি এমন কাউকে চাইছে, যিনি ট্রফি জেতাতে পারেন। তাই পন্থের বদলে অন্য মুখ খোঁজার চেষ্টা করা হচ্ছে।

অন্য দিকে, চেন্নাই চাইছে উইকেটকিপার হিসাবে মহেন্দ্র সিংহ ধোনির একজন যোগ্য পরিবর্ত। অধিনায়ক না হলেও পন্থ উইকেটকিপার হিসাবে দলকে অনেক ভাবেই সাহায্য করতে পারেন। পন্থকে নিলে দীর্ঘ দিন উইকেটকিপিং নিয়ে ভাবতে হবে না। পরের বছর ধোনির আইপিএলে খেলার সম্ভাবনা বেশ কম।

Advertisement

পন্থকে দিল্লিকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ হতে পারে ক্রিকেট ডিরেক্টর সৌরভের ভূমিকা। পন্থ সৌরভের পছন্দের ক্রিকেটার। তিনি চান, পন্থই দিল্লির অধিনায়ক থাকুন। তবে সাফল্যের আশায় রিকি পন্টিংকে ছেঁটে ফেলা দিল্লি সৌরভের কথা শুনবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

পন্থ ছাড়া আরও এক ক্রিকেটারের দল বদলের সম্ভাবনা। তিনি কেএল রাহুল। লখনউ সুপার জায়ান্ট ছেড়ে দিতে পারেন তিনি। গত মরসুমে মালিক সঞ্জীব গোয়েন্‌কার সঙ্গে তাঁর বিবাদ শিরোনামে এসেছিল। সেই অভিমানেই রাহুল দল ছাড়ছেন কি না, তা স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement