জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।
প্রথমে শোনা গিয়েছিল, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে জসপ্রীত বুমরাহকে পাবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তাঁর মাঠে ফিরতে আরও দেরি হবে। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন বুমরাহ। পিঠের চোট সেরেছে তাঁর। কিন্তু তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।
জানা গিয়েছে, চিকিৎসকেরা শুরুতে বুমরাহের চোট যতটা গুরুতর ভেবেছিলেন, পরে দেখা গিয়েছে পেসারের চোট তার থেকে একটু বেশিই গুরুতর। ফলে তাঁর ফিরতে আরও সময় লাগবে। বোর্ডের এক আধিকারিক বলেছেন, “বুমরাহের চোট একটু বেশিই গুরুতর। তাই মেডিক্যাল দল ওকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না। তাড়াহুড়ো করলে পরে আবার চোট লাগতে পারে। বুমরাহ নিজেও খুব সতর্ক। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ও বোলিং শুরু করেছে। কিন্তু পুরোদমে বল করতে আরও অনেকটা সময় লাগবে। বুমরাহ কবে ফিরবে তার কোনও নির্দিষ্ট তারিখ জানি না। তবে মনে হচ্ছে, এপ্রিলের তৃতীয় সপ্তাহের আগে ও ফিরতে পারবে না।”
অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। তার পর থেকে তাঁকে মাঠে দেখা যায়নি। প্রথমে মনে করা হয়েছিল, অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তা করাতে হয়নি। বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে ভারত। চ্যাম্পিয়নও হয়েছে। আইপিএলে এখনও বুমরাহকে পায়নি মুম্বই। এখন দেখার কবে মাঠে ফিরতে পারেন তিনি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
অস্ট্রেলিয়া সফরে চোট পেয়েছিলেন ভারতের আর এক পেসার আকাশ দীপ। তিনিও সুস্থ হয়ে উঠছেন। তবে তারও মাঠে ফিরতে সময় লাগবে। বোর্ডের ওই আধিকারিক জানিয়েছেন, ১০ এপ্রিলের মধ্যে ফিরতে পারবেন আকাশ। এ বার লখনউ সুপার জায়ান্টসে রয়েছেন তিনি। লখনউয়ের আর এক পেসার মায়াঙ্ক যাদবও চোটে রয়েছেন। তিনিও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন ওই আধিকারিক।